আজকের পত্রিকা ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার জমে উঠেছে। তবে প্রতিদিনই ঘটছে আচরণবিধি ভঙ্গের ঘটনা। এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দেওয়া হচ্ছে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ। মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে করা হচ্ছে জরিমানা। বিধি ভঙ্গের অপরাধে চার প্রার্থীসহ আটজনকে জরিমানা করা হয়েছে। শোকজ করা হয়েছে এক স্বতন্ত্র প্রার্থীকে। এ ছাড়া অনুসন্ধান কমিটির কাছে ক্ষমা চেয়ে শোকজের জবাব দিয়েছেন নৌকার প্রার্থী আ ক ম সারোয়ার জাহান বাদশা। প্রতিনিধিদের পাঠানো খবর—
নাটোর-১ আসনের লালপুরে নৌকা প্রতীকেরসহ চার প্রার্থীকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীকে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে, গত বুধবার হাতুড়ি ও ঢেঁকি প্রতীকের প্রার্থীকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নৌকার কর্মী দেলোয়ার হোসেন ধনুকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
যশোর-৫ আসনে নির্ধারিত সময়ের বাইরে নৌকার পক্ষে প্রচার চালানোয় যুবলীগের এক নেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম উপজেলা যুবলীগের সহসভাপতি।
এদিকে উপজেলার বেগারীতলা বাজারে রাস্তার পাশে প্রতীকী নৌকা ঝুলিয়ে আলোকসজ্জা করায় উপজেলার ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিচুর রহমানকে ১০ হাজার টাকা এবং কুয়াদা বাজারে সরকারি স্থাপনায় পোস্টার সাঁটানোয় ঈগল প্রতীকের প্রার্থীর নির্বাচনী এজেন্ট নজরুল ইসলাম সরদারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজশাহী-২ (সদর) আসনে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশাকে শোকজ করা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ক্ষমা চেয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম সারোয়ার জাহান বাদশা। গতকাল লিখিত জবাব পাঠান তিনি।
এদিকে পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসনে ভোটারদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ কবিরের নাম ও নৌকা প্রতীকসংবলিত মাফলার, সোয়েটার বিতরণের অভিযোগ উঠেছে। এসবের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ খান বলেন, ‘ভোটারদের আকৃষ্ট করতে সোয়েটার, মাফলার বিতরণ করার বিষয়টি দুঃখজনক।’
নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির বলেন, ‘পোশাক বিতরণের বিষয়টি আমার জানা নেই। তবে কিছু টি-শার্ট অনেক আগে বিতরণ করা হয়েছিল। এখন হয়তো তারা পরতে পারেন।’
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার জমে উঠেছে। তবে প্রতিদিনই ঘটছে আচরণবিধি ভঙ্গের ঘটনা। এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দেওয়া হচ্ছে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ। মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে করা হচ্ছে জরিমানা। বিধি ভঙ্গের অপরাধে চার প্রার্থীসহ আটজনকে জরিমানা করা হয়েছে। শোকজ করা হয়েছে এক স্বতন্ত্র প্রার্থীকে। এ ছাড়া অনুসন্ধান কমিটির কাছে ক্ষমা চেয়ে শোকজের জবাব দিয়েছেন নৌকার প্রার্থী আ ক ম সারোয়ার জাহান বাদশা। প্রতিনিধিদের পাঠানো খবর—
নাটোর-১ আসনের লালপুরে নৌকা প্রতীকেরসহ চার প্রার্থীকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীকে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে, গত বুধবার হাতুড়ি ও ঢেঁকি প্রতীকের প্রার্থীকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নৌকার কর্মী দেলোয়ার হোসেন ধনুকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
যশোর-৫ আসনে নির্ধারিত সময়ের বাইরে নৌকার পক্ষে প্রচার চালানোয় যুবলীগের এক নেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম উপজেলা যুবলীগের সহসভাপতি।
এদিকে উপজেলার বেগারীতলা বাজারে রাস্তার পাশে প্রতীকী নৌকা ঝুলিয়ে আলোকসজ্জা করায় উপজেলার ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিচুর রহমানকে ১০ হাজার টাকা এবং কুয়াদা বাজারে সরকারি স্থাপনায় পোস্টার সাঁটানোয় ঈগল প্রতীকের প্রার্থীর নির্বাচনী এজেন্ট নজরুল ইসলাম সরদারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজশাহী-২ (সদর) আসনে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশাকে শোকজ করা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ক্ষমা চেয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম সারোয়ার জাহান বাদশা। গতকাল লিখিত জবাব পাঠান তিনি।
এদিকে পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসনে ভোটারদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ কবিরের নাম ও নৌকা প্রতীকসংবলিত মাফলার, সোয়েটার বিতরণের অভিযোগ উঠেছে। এসবের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ খান বলেন, ‘ভোটারদের আকৃষ্ট করতে সোয়েটার, মাফলার বিতরণ করার বিষয়টি দুঃখজনক।’
নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির বলেন, ‘পোশাক বিতরণের বিষয়টি আমার জানা নেই। তবে কিছু টি-শার্ট অনেক আগে বিতরণ করা হয়েছিল। এখন হয়তো তারা পরতে পারেন।’
আজ ১০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল বিকেল ৩টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা আছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
৪ মিনিট আগেবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে প্রত্যাহার করা হয়েছে।
৪৩ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগের প্রতিবাদ জানিয়েছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। আজ বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউট করে দলগুলো।
২ ঘণ্টা আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বড় ধরনের ব্যর্থতা দেখিয়েছে বলে মনে করে রাজনৈতিক দলের নেতারা। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনায় মঙ্গলবার দিনভর রাজধানীতে বিক্ষোভ ছিল।
১৩ ঘণ্টা আগে