Ajker Patrika

ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ মে ২০২৪, ২৩: ১৮
ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন বুধবার

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা দুই দিনের সফরে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন। ঢাকা ও দিল্লির দুটি কূটনৈতিক সূত্র তাঁর সফরের বিষয়টি নিশ্চিত করেছে। 

গত ২০ এপ্রিল এ সফরটি হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল হয়। সফরে যথাক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি।

শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসার পর তাঁকে ভারত সফরে আমন্ত্রণ জানাতে দেশটির পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন, এমনটাই জানিয়েছেন কূটনীতিকেরা। আগামী জুলাই মাসে সফরটি হতে পারে, এমনটা মনে করছেন তাঁরা। 

ভারতের লোকসভা নির্বাচন চলছে। এমন পরিস্থিতিতে যে দলই সেখানে নতুন সরকারে আসুক, তার জন্য শেখ হাসিনার সর্বোচ্চ পর্যায়ের প্রথম অতিথি হওয়ার সম্ভাবনার কথা বলেছেন কূটনীতিকেরা। 

ভারত সফরের তারিখ চূড়ান্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর চীন সফরের দিনক্ষণ ঠিক করা হতে পারে বলে জানান এক কূটনীতিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত