Ajker Patrika

চলতি বছর ডেঙ্গু রোগী ২৩ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১: ০৪
চলতি বছর ডেঙ্গু রোগী ২৩ হাজার ছাড়াল

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও একজনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৪ জন। এসব রোগীদের মধ্যে সুস্থ হয়েছে ২২ হাজার ১০১ জন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৮৯ জন। মৃত্যু হওয়া ৮৯ জনের মধ্যে রাজধানীতেই মারা গেছে ৮২ জন। বাকি ৭ জন ঢাকার বাইরের। 

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৮৪ জন। এদের মধ্যে ঢাকায় ১৫১ জন এবং বাইরে ৩৩ জন। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল ১৮২ জন। এদের মধ্যে ঢাকায় ১৪১ জন এবং বাইরে ছিল ৪১ জন। আগের দিন একজনের মৃত্যু হয়েছিল। চলতি মাসের ২৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৮৫৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২০ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৮৬৪ জন এবং ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭১১ জন এবং ঢাকার বাইরে রোগী ভর্তি আছে ১৫৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, ঢাকা শিশু হাসপাতালের ৭ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৯ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৬ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭ জন, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে একজন করে মোট ৭৪ জন। এই ৭৪ জন সরকারি-স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

কীটতত্ত্ববিদেরা জানিয়েছেন, বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১ হাজার টাকায় ৪ থ্রি-পিস দেওয়ার বিজ্ঞাপন দেখে নারীদের ভিড়, বেকায়দায় শোরুম কর্তৃপক্ষ

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি: কানাডার প্রধানমন্ত্রী

আ.লীগ-জাপাকে ভোটের বাইরে রাখলে গৃহযুদ্ধের সূত্রপাত হতে পারে: শামীম পাটোয়ারী

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা

এলাকার খবর
Loading...