Ajker Patrika

শীতকালে সরকারি দপ্তরে যথাসম্ভব এসি ব্যবহার না করার পরামর্শ

অনলাইন ডেস্ক
সচিবালয়ের প্রায় প্রত্যেকটি কক্ষেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে। ছবি: সংগৃহীত
সচিবালয়ের প্রায় প্রত্যেকটি কক্ষেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আসন্ন শীতকালে সরকারি দপ্তরগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) যথাসম্ভব ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া এক পত্রে বলা হয়েছে, দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও তাদের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করতে হবে। এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে।

উল্লেখ্য, এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সব মন্ত্রণালয়কে সরকার নির্দেশনা দিয়েছিল।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মুহাম্মদ ফাওজুল কবির খান এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের সহযোগিতা কামনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত