Ajker Patrika

শীতকালে সরকারি দপ্তরে যথাসম্ভব এসি ব্যবহার না করার পরামর্শ

অনলাইন ডেস্ক
সচিবালয়ের প্রায় প্রত্যেকটি কক্ষেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে। ছবি: সংগৃহীত
সচিবালয়ের প্রায় প্রত্যেকটি কক্ষেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আসন্ন শীতকালে সরকারি দপ্তরগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) যথাসম্ভব ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া এক পত্রে বলা হয়েছে, দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও তাদের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করতে হবে। এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে।

উল্লেখ্য, এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সব মন্ত্রণালয়কে সরকার নির্দেশনা দিয়েছিল।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মুহাম্মদ ফাওজুল কবির খান এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের সহযোগিতা কামনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত