নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ খাদ্য আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আজ বুধবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ‘জলবায়ু অভিযোজন: কৃষিভিত্তিক শিল্পোন্নয়নে বাংলাদেশের সুযোগ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
যৌথভাবে এ সভার আয়োজন করে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও), ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসিবি) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘বাংলাদেশ খাদ্য আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান এজেন্ডা কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি। এশিয়া প্যাসিফিকের ৫২ দেশের মধ্যে বাংলাদেশে কৃষি খাতে উন্নয়নে সামনের সারিতে। আমরা এখন পুষ্টিকর ও নিরাপদ খাবারের প্রতি গুরুত্বারোপ করছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের জনসংখ্যা একটি চ্যালেঞ্জ। তার সঙ্গে রয়েছে পানি সরবরাহ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কৃষিতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। বিশেষ করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ১৭ শতাংশ উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের ২৫ শতাংশ এলাকা উপকূলীয়। তার মধ্যে ২ মিলিয়ন হেক্টর জমি লবণাক্ত। এসব জমিতে সাধারণত এক ফসল হয়। আমাদের বিজ্ঞানীরা লবণাক্ত জমিতে উৎপাদন হয়, এমন ফসলের উৎপাদন করা যায় তা নিয়ে গবেষণা করছেন।’
অনুষ্ঠানে আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ বিশ্বের ১০টি ফল উৎপাদনকারী দেশের একটি। গত ১৮ বছরে ফল উৎপাদন বেড়েছে ১১ দশমিক ৫ শতাংশ। গত ৫ বছরে কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের জিডিপির ১-২ শতাংশ ক্ষতি হয়ে থাকে। বিশেষ করে খাদ্যনিরাপত্তায় ক্ষতি হয় ১ দশমিক ৭৫ শতাংশ।
এ ছাড়া কৃষি খাতে দেশে ৫২ বছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) অবদান কমেছে ৪৮ দশমিক ৫ শতাংশ। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান ছিল ৬০ শতাংশ। অথচ ২০২২-২৩ অর্থবছরে এটি এসে দাঁড়িয়েছে ১১ দশমিক ৫০ শতাংশ, অর্থাৎ ৫২ বছরে কমেছে ৪৮ দশমিক ৫ শতাংশ। অথচ বর্তমানে ৪১ শতাংশ কর্মসংস্থানই কৃষি খাতে বলে এ সভায় তুলে ধরা হয়।
এ সভায় আরও বক্তব্য রাখেন—পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, আইসিসিবির ভাইস প্রেসিডেন্ট এ কে আজাদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট, ব্র্যান্ড এবং মার্কেটিং প্রধান বিটোপি দাস চৌধুরী, এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী, ইন্টারন্যাশনাল মেইজ অ্যান্ড হুইট ইম্প্রুভমেন্ট সেন্টারের কৃষি অর্থনীতিবিদ টি এম আমজাদ বাবু, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম আরিফ, বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনাবল ফাইনান্স ডিপার্টমেন্টর নির্বাহী পরিচালক খরশেদ আলম প্রমুখ।
বাংলাদেশ খাদ্য আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আজ বুধবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ‘জলবায়ু অভিযোজন: কৃষিভিত্তিক শিল্পোন্নয়নে বাংলাদেশের সুযোগ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
যৌথভাবে এ সভার আয়োজন করে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও), ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসিবি) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘বাংলাদেশ খাদ্য আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান এজেন্ডা কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি। এশিয়া প্যাসিফিকের ৫২ দেশের মধ্যে বাংলাদেশে কৃষি খাতে উন্নয়নে সামনের সারিতে। আমরা এখন পুষ্টিকর ও নিরাপদ খাবারের প্রতি গুরুত্বারোপ করছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের জনসংখ্যা একটি চ্যালেঞ্জ। তার সঙ্গে রয়েছে পানি সরবরাহ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কৃষিতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। বিশেষ করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ১৭ শতাংশ উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের ২৫ শতাংশ এলাকা উপকূলীয়। তার মধ্যে ২ মিলিয়ন হেক্টর জমি লবণাক্ত। এসব জমিতে সাধারণত এক ফসল হয়। আমাদের বিজ্ঞানীরা লবণাক্ত জমিতে উৎপাদন হয়, এমন ফসলের উৎপাদন করা যায় তা নিয়ে গবেষণা করছেন।’
অনুষ্ঠানে আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ বিশ্বের ১০টি ফল উৎপাদনকারী দেশের একটি। গত ১৮ বছরে ফল উৎপাদন বেড়েছে ১১ দশমিক ৫ শতাংশ। গত ৫ বছরে কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের জিডিপির ১-২ শতাংশ ক্ষতি হয়ে থাকে। বিশেষ করে খাদ্যনিরাপত্তায় ক্ষতি হয় ১ দশমিক ৭৫ শতাংশ।
এ ছাড়া কৃষি খাতে দেশে ৫২ বছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) অবদান কমেছে ৪৮ দশমিক ৫ শতাংশ। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান ছিল ৬০ শতাংশ। অথচ ২০২২-২৩ অর্থবছরে এটি এসে দাঁড়িয়েছে ১১ দশমিক ৫০ শতাংশ, অর্থাৎ ৫২ বছরে কমেছে ৪৮ দশমিক ৫ শতাংশ। অথচ বর্তমানে ৪১ শতাংশ কর্মসংস্থানই কৃষি খাতে বলে এ সভায় তুলে ধরা হয়।
এ সভায় আরও বক্তব্য রাখেন—পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, আইসিসিবির ভাইস প্রেসিডেন্ট এ কে আজাদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট, ব্র্যান্ড এবং মার্কেটিং প্রধান বিটোপি দাস চৌধুরী, এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী, ইন্টারন্যাশনাল মেইজ অ্যান্ড হুইট ইম্প্রুভমেন্ট সেন্টারের কৃষি অর্থনীতিবিদ টি এম আমজাদ বাবু, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম আরিফ, বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনাবল ফাইনান্স ডিপার্টমেন্টর নির্বাহী পরিচালক খরশেদ আলম প্রমুখ।
ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের দায়েরকৃত নির্বাচনী মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল দায়ের না করা বিষয়ে কোন আইনি জটিলতা আছে কিনা-সে বিষয়ে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগেইন্টারনেটের দাম জুলাই থেকে ২০ শতাংশ কমছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি বলেছেন, ‘মূল্য এ বছরের জুলাই মাস থেকে ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) স্তরে ইন্টারনেটের দাম ২০ শতাংশ হারে কমানো হবে।’
৩ ঘণ্টা আগেতথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ বলেছে, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। তাঁকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে।
৩ ঘণ্টা আগেস্বচ্ছতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুত প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক এক
৩ ঘণ্টা আগে