Ajker Patrika

মেধাস্বত্ব সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ট্রান্সফার অফিস খোলা হবে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

মেধাস্বত্ব সুরক্ষায় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) খোলার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের উদ্ভাবনী মেধাস্বত্ব সুরক্ষার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষক-গবেষকদের মেধাস্বত্ব নিশ্চিত করা সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় এ তথ্য জানায় ইউজিসি। ইউজিসির চেয়ারম্যানের দায়িত্বে থাকা (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম কর্মশালায় এই তথ্য তুলে ধরেন। 

দিল আফরোজা বেগম বলেন, ‘দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক-গবেষকদের মেধাস্বত্ব সংরক্ষণ করা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়। এ লক্ষ্যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ট্রান্সফার অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দপ্তরে একজন ফোকাল পয়েন্ট থাকবেন, যিনি মেধাস্বত্ব সংরক্ষণ, লালন ও প্রতিপালনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।’ 

দিল আফরোজা আরও বলেন, ‘গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তির বাণিজ্যিকীকরণে মেধাস্বত্ব খুবই গুরুত্বপূর্ণ। গবেষণা করার ক্ষেত্রে গবেষণার বাণিজ্যিকীকরণ ও নতুনত্ব আছে কিনা, সেসব বিষয়ে নজর রাখা এবং স্বীকৃত জার্নালে প্রকাশের আগে মেধাস্বত্ব নিশ্চিত করতে হবে।’ গবেষকদের আর্থসামাজিক অবস্থা, দেশের সমস্যা-সম্ভাবনা ও প্রায়োগিক বিষয়ে মৌলিক গবেষণার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, ‘দেশের অনেক গবেষক মেধাস্বত্ব বিষয়ে যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে মেধাস্বত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। মেধাস্বত্ব সুরক্ষায় ইউজিসি’র এই আয়োজন তরুণ গবেষকদের উদ্ভাবনে উৎসাহিত করবে। দেশে গুণগত ও বিশ্বমানের গবেষণার সংস্কৃতি চালুর জন্য ইউজিসি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষকদের গবেষণা ও উদ্ভাবনে আগ্রহী করতে পুরস্কার ও স্বীকৃতির ব্যবস্থা করা হবে। এ ছাড়া, গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ, যন্ত্রপাতি ও ল্যাব সুবিধা ক্রমশ বৃদ্ধি করা হবে।’ 

এর আগে ‘স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: ২০১৮-২০৩০ ’-এর পাঁচ বছর মেয়াদি অগ্রাধিকার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের মেধাস্বত্ব সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। 

ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া। কর্মশালায় দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত