নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। আজ শনিবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘জানতে পেরেছি বিচারপতি মো. আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হবে। তবে এখনো এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।’
এ ছাড়া প্রধান বিচারপতির পর আপিল বিভাগের আরও ৫ বিচারপতি আজই পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের একটি সূত্র।
এর আগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার পদত্যাগ পত্রে বলেন, ‘সুপ্রিম কোর্ট ভবন এবং রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গন রক্ষা, বিচারপতিদের বাড়ি–ঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিগণকে শারীরিক হয়রানি থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুম সমূহ রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো।’
প্রধান বিচারপতির পদত্যাগ পত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ড. আসিফ নজরুল ফেসবুক লাইভে এসে বলেন, প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। তার পদত্যাগ পত্র আইন মন্ত্রণালয়ে এসেছে। এটি যথাযথ পদক্ষেপের জন্য দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। আশা করবো কয়েক ঘণ্টার মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে।
তিনি আরও বলেন, আমরা শুধু প্রধান বিচারপতির পদত্যাগ পত্রই পেয়েছি। অন্যদের বিষয়ে আপডেট নেই। এ সময় সবাইকে শান্ত থাকতে এবং দেশের সম্পদ নষ্ট না করতে আহ্বান জানান তিনি।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। আজ শনিবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘জানতে পেরেছি বিচারপতি মো. আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হবে। তবে এখনো এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।’
এ ছাড়া প্রধান বিচারপতির পর আপিল বিভাগের আরও ৫ বিচারপতি আজই পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের একটি সূত্র।
এর আগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার পদত্যাগ পত্রে বলেন, ‘সুপ্রিম কোর্ট ভবন এবং রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গন রক্ষা, বিচারপতিদের বাড়ি–ঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিগণকে শারীরিক হয়রানি থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুম সমূহ রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো।’
প্রধান বিচারপতির পদত্যাগ পত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ড. আসিফ নজরুল ফেসবুক লাইভে এসে বলেন, প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। তার পদত্যাগ পত্র আইন মন্ত্রণালয়ে এসেছে। এটি যথাযথ পদক্ষেপের জন্য দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। আশা করবো কয়েক ঘণ্টার মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে।
তিনি আরও বলেন, আমরা শুধু প্রধান বিচারপতির পদত্যাগ পত্রই পেয়েছি। অন্যদের বিষয়ে আপডেট নেই। এ সময় সবাইকে শান্ত থাকতে এবং দেশের সম্পদ নষ্ট না করতে আহ্বান জানান তিনি।
নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের নিরাপদে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো, নূর আলম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেনেপালের উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সেখানে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
২ ঘণ্টা আগেনেপালে উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে ঢাকা-কাঠমান্ডু রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট আগামীকাল বুধবার বেলা ২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের বিরুদ্ধে ওঠা আপত্তিকর ভিডিওর অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) উপসচিক আফছানা বিলকিস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে