Ajker Patrika

হাসপাতালে ভর্তি আরও ৪০৯ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৭: ৩১
হাসপাতালে ভর্তি আরও ৪০৯ ডেঙ্গু রোগী

অক্টোবরজুড়েই চলছে ডেঙ্গুর তীব্র প্রকোপ। প্রতিদিন কয়েক শ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রাণ হারাচ্ছে অনেকে। তবে সরকারি হিসাবের আওতাধীন হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিন ৪০৯ জনের শরীরে ডেঙ্গুর অস্তিত্ব পাওয়া গেছে। 

আজ শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অ্যান্ড কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর ৫২টি সরকারি-বেসরকারি হাসপাতালের পাশাপাশি আট বিভাগের সরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ৪০৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ২৯ হাজার ১০৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চলতি মাসে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৫। 

অন্যদিকে আগের দিন চারজনের মৃত্যু হলেও গত এক দিনে এসব হাসপাতালে কেউ মারা যায়নি বলে জানিয়েছে অধিদপ্তর। ফলে মৃতের সংখ্যা আগের দিনের মতো ১১০ জনই রয়েছে। এর মধ্যে চলতি মাসেই ৫৫ জন। 

এ বছর আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে ঢাকা মহানগরীতে। ডেঙ্গু রোগীদের ৭২ শতাংশ রাজধানীতে বসবাসকারী। এর মধ্যে ২ হাজার ১৮২ জন বর্তমানে ডেঙ্গু বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। 

এসব রোগীর মধ্যে প্রাণ হারিয়েছে ৬৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া মিটফোর্ড হাসপাতালে ১০ জন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১০ জন। মোট মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ জন চট্টগ্রামে। আর জেলাভিত্তিক সবচেয়ে বেশি ২২ জনের প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩ হাজার ২০৭ জন। এদের মধ্যে ঢাকায় ২ হাজার ১৮২ জন এবং বাইরে ১ হাজার ১৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত