Ajker Patrika

আটক ৮০ জেলেকে ফেরত দিচ্ছে ভারত

আজকের পত্রিকা ডেস্ক­
ফাইল ছবি
ফাইল ছবি

সাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক বাংলাদেশি ৮০ জেলে-মাঝিমাল্লাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে সে দেশের পুলিশ। তাঁদের ওডিশা রাজ্যের পারাদ্বীপ থানা-পুলিশের কাছে হস্তান্তরের পর পরিচয় শনাক্তের কাজ শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

পারাদ্বীপের উপপুলিশ সুপার সন্তোষ কুমার জেনা বলেন, ‘আটক বাংলাদেশি জেলেদের পারাদ্বীপ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় যাচাইয়ের জন্য তাদের আমাদের কাছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সন্তোষ কুমার জেনা বলেন, সাগরে মাছ ধরার জন্য প্রয়োজনীয় প্রটোকল অনুসরণ করে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার বেলা ১১টায় সুন্দরবনের হিরণ পয়েন্টের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন এলাকা থেকে ৮০ জেলে-মাঝিমাল্লাসহ দুটি ট্রলার আটক করে ভারতীয় কোস্ট গার্ড। তাদের দাবি, বাংলাদেশি জেলেরা ভারতের জলসীমায় ঢুকে পড়েছিলেন।

তবে ভারতীয় কোস্ট গার্ডের অভিযোগ নাকচ করে দিয়ে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য অধিদপ্তর বলছে, মাছ ধরার ট্রলার এফভি মেঘনা-৫ বাংলাদেশের অভ্যন্তরে জলসীমার ২১ ডিগ্রি ১৩৫ থেকে ৮৯ ডিগ্রি ১৩.৫ পজিশনে ছিল। এফভি লায়লা-২ ট্রলারটিও একই পজিশনে ছিল।

বাংলাদেশের প্রতিবাদ

এদিকে বাংলাদেশের সমুদ্রসীমা থেকে জেলে, নাবিকসহ দুটি মাছ ধরার জাহাজ নিয়ে যাওয়া হয়েছে অভিযোগ করে ভারতের কাছে এর প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান। তিমুর-লেস্তের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তার বাংলাদেশ সফর উপলক্ষে ওই প্রেস ব্রিফিং ডাকা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সরকার একটি কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতকে প্রতিবাদ জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত