নিজস্ব প্রতিবেদক
ঢাকা: গণপরিবহন চালু রেখে বর্ধিত লকডাউন আজ সোমবার থেকে শুরু হয়েছে। অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে চলছে দূরপাল্লার বাস, যাত্রীবাহী লঞ্চ ও ট্রেন। স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করছে কি না, তা পরিদর্শনে আজ সকালে কমলাপুর রেলস্টেশনে যান রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় মন্ত্রী ট্রেনের যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে মাস্ক পরে ভ্রমণ করার আহ্বান জানান।
রেলমন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, ‘শুধু অনলাইনেই ট্রেনের টিকিট পাওয়া যাবে। কোনো কাউন্টারে টিকিট বিক্রি হবে না। ট্রেনের অর্ধেক টিকিট ব্লক করা আছে। তাই অনলাইনে চাইলেও কেউ পাশাপাশি দুই সিটের টিকিট কিনতে পারবেন না। যাত্রীদের চলাচল নিরুৎসাহিত করতেই আমরা এই ব্যবস্থা নিয়েছি।’
অনলাইনে টিকিট কাটায় অনেকেই পারদর্শী নন, সে ক্ষেত্রে যাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘করোনা মহামারির সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতেই এই ব্যবস্থা করা হয়েছে। যাঁরা অনলাইনের সঙ্গে অভ্যস্ত নন তাঁরা আস্তে আস্তে শিখে নেবেন। মানুষ তো বিকাশ, নগদ ব্যবহার করাও শিখেছে। ট্রেনের টিকিট কার্যক্রম ভবিষ্যতে পুরোটাই অনলাইনে করার চিন্তা রয়েছে আমাদের।’
বেসরকারি ব্যবস্থাপনায় চলা লোকাল ট্রেনের টিকিটের দাম বেশি নেওয়া হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ট্রেনের টিকিটের দাম বাড়ানো হয়নি। কেউ যদি বেশি দাম রাখে, সে ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে আজকে থেকে আমরা রেল যোগাযোগ চালু করেছি। রেলে যাত্রী বহনের ক্ষেত্রে সব স্বাস্থ্যবিধি মানা হবে। সারা দেশে ১০৮টি ট্রেন চলাচল করে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমরা ৫৬টি ট্রেন চালু করেছি। টিকিট ছাড়া কেউ যেন প্ল্যাটফর্মে না আসতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে যাত্রীদের চাপ নিয়ন্ত্রণ করা যাবে।’
রেলকে একটি সফল প্রতিষ্ঠান হিসেবে ঢেলে সাজাতে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা রেলের কর্মকর্তা–কর্মচারীদের উদ্বুদ্ধ করছি যেন তাঁরা এটাকে শুধু চাকরি হিসেবে না দেখেন। নিজ নিজ জায়গা থেকে সবাই যেন দায়িত্ব পালন করেন, সেদিকে আমরা নজর দিচ্ছি।’
এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীসহ রেলের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা: গণপরিবহন চালু রেখে বর্ধিত লকডাউন আজ সোমবার থেকে শুরু হয়েছে। অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে চলছে দূরপাল্লার বাস, যাত্রীবাহী লঞ্চ ও ট্রেন। স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করছে কি না, তা পরিদর্শনে আজ সকালে কমলাপুর রেলস্টেশনে যান রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় মন্ত্রী ট্রেনের যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে মাস্ক পরে ভ্রমণ করার আহ্বান জানান।
রেলমন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, ‘শুধু অনলাইনেই ট্রেনের টিকিট পাওয়া যাবে। কোনো কাউন্টারে টিকিট বিক্রি হবে না। ট্রেনের অর্ধেক টিকিট ব্লক করা আছে। তাই অনলাইনে চাইলেও কেউ পাশাপাশি দুই সিটের টিকিট কিনতে পারবেন না। যাত্রীদের চলাচল নিরুৎসাহিত করতেই আমরা এই ব্যবস্থা নিয়েছি।’
অনলাইনে টিকিট কাটায় অনেকেই পারদর্শী নন, সে ক্ষেত্রে যাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘করোনা মহামারির সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতেই এই ব্যবস্থা করা হয়েছে। যাঁরা অনলাইনের সঙ্গে অভ্যস্ত নন তাঁরা আস্তে আস্তে শিখে নেবেন। মানুষ তো বিকাশ, নগদ ব্যবহার করাও শিখেছে। ট্রেনের টিকিট কার্যক্রম ভবিষ্যতে পুরোটাই অনলাইনে করার চিন্তা রয়েছে আমাদের।’
বেসরকারি ব্যবস্থাপনায় চলা লোকাল ট্রেনের টিকিটের দাম বেশি নেওয়া হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ট্রেনের টিকিটের দাম বাড়ানো হয়নি। কেউ যদি বেশি দাম রাখে, সে ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে আজকে থেকে আমরা রেল যোগাযোগ চালু করেছি। রেলে যাত্রী বহনের ক্ষেত্রে সব স্বাস্থ্যবিধি মানা হবে। সারা দেশে ১০৮টি ট্রেন চলাচল করে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমরা ৫৬টি ট্রেন চালু করেছি। টিকিট ছাড়া কেউ যেন প্ল্যাটফর্মে না আসতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে যাত্রীদের চাপ নিয়ন্ত্রণ করা যাবে।’
রেলকে একটি সফল প্রতিষ্ঠান হিসেবে ঢেলে সাজাতে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা রেলের কর্মকর্তা–কর্মচারীদের উদ্বুদ্ধ করছি যেন তাঁরা এটাকে শুধু চাকরি হিসেবে না দেখেন। নিজ নিজ জায়গা থেকে সবাই যেন দায়িত্ব পালন করেন, সেদিকে আমরা নজর দিচ্ছি।’
এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীসহ রেলের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন হলো। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসবের উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। ‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগানে শুরু হলো কবিদের এই মিলনমেলা।
১৩ মিনিট আগেশনিবার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচার সেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩৫ মিনিট আগেকুমিল্লায় যৌথবাহিনীর হেফাজতে বিএনপি নেতা নিহতের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারদের সংগঠন মায়ের ডাক। সেই সঙ্গে যৌথবাহিনীর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি সম্পূর্ণরূপে বন্ধ করাসহ ৪টি দাবি তুলে ধরেছে সংগঠনটি। আজ শনিবার সংগঠনটির অফিশিয়াল ফেসবুক..
১ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতাকে আটকের পর মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে