নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হচ্ছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো বাড়ছে খালেদার সাজা স্থগিতের মেয়াদ।
আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘খালেদা জিয়ার যে আবেদন, তাতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। তাই তাঁর মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বৃদ্ধি করে সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে।’
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিতের মেয়াদ আরও বাড়ানোর জন্য যে আবেদন করা হয়েছিল, সে বিষয়ে আমি কয়েক দিন আগে মতামত দিয়েছি। আমি বলেছি, তাঁর কারাদণ্ড স্থগিতের মেয়াদ আগের শর্তে ছয় মাসের জন্য বাড়ানো যেতে পারে। মতামতসহ সংশ্লিষ্ট নথিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।’
করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী খালেদা জিয়ার কারাদণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে। এরপর কারাগার থেকে মুক্তি পান তিনি। সে সময় শর্ত দেওয়া হয়, তিনি বিদেশ যেতে পারবেন না এবং দেশে থেকে চিকিৎসা নেবেন। তারপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার প্রতিবার খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। তবে ২০২১ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট এই মামলায় তাঁর আপিল খারিজ করে সাজা বাড়িয়ে ১০ বছর করে দেন। এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যার আপিল এখন হাইকোর্ট বিভাগে বিচারাধীন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হচ্ছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো বাড়ছে খালেদার সাজা স্থগিতের মেয়াদ।
আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘খালেদা জিয়ার যে আবেদন, তাতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। তাই তাঁর মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বৃদ্ধি করে সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে।’
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিতের মেয়াদ আরও বাড়ানোর জন্য যে আবেদন করা হয়েছিল, সে বিষয়ে আমি কয়েক দিন আগে মতামত দিয়েছি। আমি বলেছি, তাঁর কারাদণ্ড স্থগিতের মেয়াদ আগের শর্তে ছয় মাসের জন্য বাড়ানো যেতে পারে। মতামতসহ সংশ্লিষ্ট নথিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।’
করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী খালেদা জিয়ার কারাদণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে। এরপর কারাগার থেকে মুক্তি পান তিনি। সে সময় শর্ত দেওয়া হয়, তিনি বিদেশ যেতে পারবেন না এবং দেশে থেকে চিকিৎসা নেবেন। তারপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার প্রতিবার খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। তবে ২০২১ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট এই মামলায় তাঁর আপিল খারিজ করে সাজা বাড়িয়ে ১০ বছর করে দেন। এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যার আপিল এখন হাইকোর্ট বিভাগে বিচারাধীন।
বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা, কাঁচামালের দাম ওঠানামা ও অভ্যন্তরীণ উৎপাদন সংকটের মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি মিলিয়ে ৬৩.৫ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার; যা আগের বছরের তুলনায় প্রায় ১৬.৫ শতাংশ বেশি। এই লক্ষ্য শুধু একটি পরিসংখ্যান নয়, বরং বাংলাদেশের রপ্তানি খাতের...
২ ঘণ্টা আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দিতে স্বচ্ছ ভাবমূর্তির কর্মকর্তা বাছাই নিয়ে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। আগের তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বাদ দেওয়ার সিদ্ধান্তের কারণে এই জটিলতা তৈরি হয়েছে। ফলে নির্বাচনী প্রশিক্ষণের জন্য বাছাই শেষে পুলিশ সদস্যদের একটি...
২ ঘণ্টা আগেদুই দফা সংলাপের ভিত্তিতে প্রস্তুত করা জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে সনদ বাস্তবায়নে ৯ দফার অঙ্গীকার জুড়ে দেওয়া হয়েছে, যাতে জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন না তোলা, অবিলম্বে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো জাতীয় সংসদ নির্বাচনের আগেই বাস্তবায়ন
৩ ঘণ্টা আগেমালয়েশিয়ার শ্রমিক পাঠাতে পাঁচ-ছয় গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগের প্রমাণ না মেলা ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত স্থগিতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন নিয়ে কাজ করা ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)।
৮ ঘণ্টা আগে