Ajker Patrika

খালেদার সাজা স্থগিতের মেয়াদ ফের বাড়ছে, প্রজ্ঞাপন সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৮: ৩২
খালেদার সাজা স্থগিতের মেয়াদ ফের বাড়ছে, প্রজ্ঞাপন সোমবার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হচ্ছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো বাড়ছে খালেদার সাজা স্থগিতের মেয়াদ। 

আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘খালেদা জিয়ার যে আবেদন, তাতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। তাই তাঁর মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বৃদ্ধি করে সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে।’ 

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিতের মেয়াদ আরও বাড়ানোর জন্য যে আবেদন করা হয়েছিল, সে বিষয়ে আমি কয়েক দিন আগে মতামত দিয়েছি। আমি বলেছি, তাঁর কারাদণ্ড স্থগিতের মেয়াদ আগের শর্তে ছয় মাসের জন্য বাড়ানো যেতে পারে। মতামতসহ সংশ্লিষ্ট নথিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।’ 

করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী খালেদা জিয়ার কারাদণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে। এরপর কারাগার থেকে মুক্তি পান তিনি। সে সময় শর্ত দেওয়া হয়, তিনি বিদেশ যেতে পারবেন না এবং দেশে থেকে চিকিৎসা নেবেন। তারপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার প্রতিবার খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে। 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। তবে ২০২১ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট এই মামলায় তাঁর আপিল খারিজ করে সাজা বাড়িয়ে ১০ বছর করে দেন। এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যার আপিল এখন হাইকোর্ট বিভাগে বিচারাধীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত