Ajker Patrika

নগর কৃষিমেলায় আসেন শহুরে কিষানিরা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০০: ১২
নিজ স্টলের সামনের গাছে পানি দিচ্ছেন শৌখিন কিষানি নুসরাত পলি। ছবি: আজকের পত্রিকা
নিজ স্টলের সামনের গাছে পানি দিচ্ছেন শৌখিন কিষানি নুসরাত পলি। ছবি: আজকের পত্রিকা

কারও হাতে বনসাই, কারও হাতে নতুন জাতের ফুল-ফল গাছের চারা। সবাই শহুরে আধুনিক কিষানি। কেউ নিজের ছাদবাগানের জন্য পছন্দের গাছ কিনতে এসেছেন, আবার কেউ বিক্রি করতে এসেছেন নিজের সংগ্রহে থাকা বিভিন্ন গাছের বাড়তি চারা। এতে ক্রেতা-বিক্রেতা আর দর্শনার্থীদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে নগর কৃষিমেলা।

ঢাকার রাজধানী উচ্চবিদ্যালয় মাঠে তৃতীয়বারের মতো ছয় দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে নগর কৃষি ফাউন্ডেশন। ১৪ ডিসেম্বর শুরু হওয়া মেলা শেষ হয়েছে আজ বৃহস্পতিবার।

মেলার শেষ দিনে ঘুরতে এসেছেন শৌখিন কিষানি জাহানারা আহমেদ রোজি। মিরপুর-৭ নম্বরে তাঁর ছাদবাগান রয়েছে। রোজি জানান, মেলায় এসে অন্য শহুরে কিষানিদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাচ্ছেন। পছন্দের কিছু গাছও সংগ্রহ করেছেন তিনি।

নগর কৃষিমেলায় ঘুরতে আসা দর্শনার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকার জানান, গত বছরও নগর কৃষিমেলায় অংশ নিয়েছিলেন তিনি। এবার মেলা থেকে ব্যতিক্রমী কিছু ফুলের গাছ সংগ্রহ করেছেন।

মেলায় ‘পলির বৃক্ষ পল্লী’ নামে স্টল দিয়েছেন শৌখিন কিষানি নুসরাত পলি। রাজধানীর ধানমন্ডির শংকরে তাঁর ছাদবাগান রয়েছে। পলির স্টলে ফুল, সবজি ও বনসাইয়ের ৫০টির বেশি আইটেম রয়েছে। তিনি বলেন, ‘শখের বশেই ছাদবাগান করেছি। মেলায় অংশ নিয়েছি অভিজ্ঞতা বিনিময়ের জন্য। তবে ক্রেতাদের ভালোই সাড়া পেয়েছি।’

আয়োজকেরা জানিয়েছেন, নগর কৃষিমেলায় ব্যক্তি উদ্যোক্তার পাশাপাশি বেসরকারি সংস্থা ব্র্যাক নার্সারি ও ব্র্যাক ডেইরি প্রোডাক্ট, ইস্পাহানি অ্যাগ্রো, বিএডিসি, অ্যাগ্রোটেক জৈব সার, প্রিয়জন মাশরুম ফাউন্ডেশন স্টল দিয়েছে।

আয়োজক সংগঠক নগর কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান নগর কৃষক প্রকৌশলী মো. গোলাম হায়দার আজকের পত্রিকাকে বলেন, কৃষির নানা আঙিনার মানুষ আয়োজনে অংশ নিয়েছেন। ছয় দিনের মেলায় ১০টি সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে মেলার পরিসর আরও বাড়ানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...