অনলাইন ডেস্ক
কারও হাতে বনসাই, কারও হাতে নতুন জাতের ফুল-ফল গাছের চারা। সবাই শহুরে আধুনিক কিষানি। কেউ নিজের ছাদবাগানের জন্য পছন্দের গাছ কিনতে এসেছেন, আবার কেউ বিক্রি করতে এসেছেন নিজের সংগ্রহে থাকা বিভিন্ন গাছের বাড়তি চারা। এতে ক্রেতা-বিক্রেতা আর দর্শনার্থীদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে নগর কৃষিমেলা।
ঢাকার রাজধানী উচ্চবিদ্যালয় মাঠে তৃতীয়বারের মতো ছয় দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে নগর কৃষি ফাউন্ডেশন। ১৪ ডিসেম্বর শুরু হওয়া মেলা শেষ হয়েছে আজ বৃহস্পতিবার।
মেলার শেষ দিনে ঘুরতে এসেছেন শৌখিন কিষানি জাহানারা আহমেদ রোজি। মিরপুর-৭ নম্বরে তাঁর ছাদবাগান রয়েছে। রোজি জানান, মেলায় এসে অন্য শহুরে কিষানিদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাচ্ছেন। পছন্দের কিছু গাছও সংগ্রহ করেছেন তিনি।
নগর কৃষিমেলায় ঘুরতে আসা দর্শনার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকার জানান, গত বছরও নগর কৃষিমেলায় অংশ নিয়েছিলেন তিনি। এবার মেলা থেকে ব্যতিক্রমী কিছু ফুলের গাছ সংগ্রহ করেছেন।
মেলায় ‘পলির বৃক্ষ পল্লী’ নামে স্টল দিয়েছেন শৌখিন কিষানি নুসরাত পলি। রাজধানীর ধানমন্ডির শংকরে তাঁর ছাদবাগান রয়েছে। পলির স্টলে ফুল, সবজি ও বনসাইয়ের ৫০টির বেশি আইটেম রয়েছে। তিনি বলেন, ‘শখের বশেই ছাদবাগান করেছি। মেলায় অংশ নিয়েছি অভিজ্ঞতা বিনিময়ের জন্য। তবে ক্রেতাদের ভালোই সাড়া পেয়েছি।’
আয়োজকেরা জানিয়েছেন, নগর কৃষিমেলায় ব্যক্তি উদ্যোক্তার পাশাপাশি বেসরকারি সংস্থা ব্র্যাক নার্সারি ও ব্র্যাক ডেইরি প্রোডাক্ট, ইস্পাহানি অ্যাগ্রো, বিএডিসি, অ্যাগ্রোটেক জৈব সার, প্রিয়জন মাশরুম ফাউন্ডেশন স্টল দিয়েছে।
আয়োজক সংগঠক নগর কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান নগর কৃষক প্রকৌশলী মো. গোলাম হায়দার আজকের পত্রিকাকে বলেন, কৃষির নানা আঙিনার মানুষ আয়োজনে অংশ নিয়েছেন। ছয় দিনের মেলায় ১০টি সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে মেলার পরিসর আরও বাড়ানো হবে।
কারও হাতে বনসাই, কারও হাতে নতুন জাতের ফুল-ফল গাছের চারা। সবাই শহুরে আধুনিক কিষানি। কেউ নিজের ছাদবাগানের জন্য পছন্দের গাছ কিনতে এসেছেন, আবার কেউ বিক্রি করতে এসেছেন নিজের সংগ্রহে থাকা বিভিন্ন গাছের বাড়তি চারা। এতে ক্রেতা-বিক্রেতা আর দর্শনার্থীদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে নগর কৃষিমেলা।
ঢাকার রাজধানী উচ্চবিদ্যালয় মাঠে তৃতীয়বারের মতো ছয় দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে নগর কৃষি ফাউন্ডেশন। ১৪ ডিসেম্বর শুরু হওয়া মেলা শেষ হয়েছে আজ বৃহস্পতিবার।
মেলার শেষ দিনে ঘুরতে এসেছেন শৌখিন কিষানি জাহানারা আহমেদ রোজি। মিরপুর-৭ নম্বরে তাঁর ছাদবাগান রয়েছে। রোজি জানান, মেলায় এসে অন্য শহুরে কিষানিদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাচ্ছেন। পছন্দের কিছু গাছও সংগ্রহ করেছেন তিনি।
নগর কৃষিমেলায় ঘুরতে আসা দর্শনার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকার জানান, গত বছরও নগর কৃষিমেলায় অংশ নিয়েছিলেন তিনি। এবার মেলা থেকে ব্যতিক্রমী কিছু ফুলের গাছ সংগ্রহ করেছেন।
মেলায় ‘পলির বৃক্ষ পল্লী’ নামে স্টল দিয়েছেন শৌখিন কিষানি নুসরাত পলি। রাজধানীর ধানমন্ডির শংকরে তাঁর ছাদবাগান রয়েছে। পলির স্টলে ফুল, সবজি ও বনসাইয়ের ৫০টির বেশি আইটেম রয়েছে। তিনি বলেন, ‘শখের বশেই ছাদবাগান করেছি। মেলায় অংশ নিয়েছি অভিজ্ঞতা বিনিময়ের জন্য। তবে ক্রেতাদের ভালোই সাড়া পেয়েছি।’
আয়োজকেরা জানিয়েছেন, নগর কৃষিমেলায় ব্যক্তি উদ্যোক্তার পাশাপাশি বেসরকারি সংস্থা ব্র্যাক নার্সারি ও ব্র্যাক ডেইরি প্রোডাক্ট, ইস্পাহানি অ্যাগ্রো, বিএডিসি, অ্যাগ্রোটেক জৈব সার, প্রিয়জন মাশরুম ফাউন্ডেশন স্টল দিয়েছে।
আয়োজক সংগঠক নগর কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান নগর কৃষক প্রকৌশলী মো. গোলাম হায়দার আজকের পত্রিকাকে বলেন, কৃষির নানা আঙিনার মানুষ আয়োজনে অংশ নিয়েছেন। ছয় দিনের মেলায় ১০টি সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে মেলার পরিসর আরও বাড়ানো হবে।
বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্পে সাশ্রয় হওয়া টাকায় আরও ৩৫টি কোচ (বগি) কেনার সিদ্ধান্ত হলেও নির্দিষ্ট মেয়াদে সেগুলো আসছে না। যে সময়ে আসবে, তখন টাকা পরিশোধে জটিলতার কারণে এই প্রকল্পের মেয়াদ আগামী বছর জুন পর্যন্ত এক বছর বাড়ানো হচ্ছে।
৬ ঘণ্টা আগেপরপর দুটি দুর্ঘটনায় উড়ে যায় বাসের ছাদ। বাসে যাত্রী ছিলেন ৬০ জন। আহতও হন বেশ কয়েকজন। তবে এরপরও বাস থামাননি চালক। ছাদবিহীন বাস বেপরোয়া গতিতে চালিয়েছেন প্রায় ৫ কিলোমিটার। এরপর যাত্রী ও ওই পথে চলা অন্যদের রোষের মুখ বাস থামিয়ে পালিয়ে যান চালক।
৮ ঘণ্টা আগেপররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ‘মহান মুক্তিযুদ্ধে গণহত্যার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনা ও স্বাধীনতা-পূর্ব অভিন্ন সম্পদের বকেয়া অর্থ দাবি’ করা হয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। কিন্তু পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে এই অমীমাংসিত
১০ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যের বেশির ভাগ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ‘দ্বিধাগ্রস্ত’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আরাকান আর্মি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত নয়, তাই আনুষ্ঠানিক আলোচ
১১ ঘণ্টা আগে