Ajker Patrika

মেরামতের জন্য ৩০০ কোটি টাকা পেল ১৫ হাজার প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৩: ১৩
মেরামতের জন্য ৩০০ কোটি টাকা পেল ১৫ হাজার প্রাথমিক বিদ্যালয়

দেশের ১৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষুদ্র মেরামতের জন্য ৩০০ কোটি টাকা পেয়েছে। এই অর্থের মধ্যে প্রতিটি স্কুল ২ লাখ করে টাকা পাবে। 

আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এই বরাদ্দের টাকা যাতে কোনোভাবে ভিন্ন খাতে খরচ না হয়, সেদিকে নজর রাখা হবে। পুরো টাকার খরচের সব ভাউচার রাখতে হবে। 

প্রাথমিকভাবে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত টাকা ব্যয়ের বিবরণী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক বরাবর পাঠাতে হবে। কাজটি করবেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা পুরো বিষয়টি তদারক করবেন। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির উপপরিচালক এইচ এম আবুল বাশার বলেন, বরাদ্দকৃত অর্থ কোনো অবস্থাতেই অন্য কাজে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত টাকাও উত্তোলন করা যাবে না। অডিট কার্যক্রমের জন্য মেরামতের সব খরচের ভাউচার সংরক্ষণ করতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত