Ajker Patrika

বেনজীরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুন ২০২৪, ২১: ৩৫
বেনজীরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: পররাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিদেশ ভ্রমণের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি যেকোনো দেশে যেতে পারেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন। 

হাছান মাহমুদ বলেন, তাঁর (বেনজীর) দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আদালতও দেননি। দুদকও দেয়নি। কারও ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে, তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন। 

সম্পদের হিসাবের বিষয়ে কথা বলতে বেনজীর আহমেদকে ৬ জুন ও তাঁর পরিবারের সদস্যদের ৯ জুন ডেকেছে দুর্নীতি দমন কমিশন। 

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদ সিঙ্গাপুর যেতে সপরিবারে গত ৪ মে ঢাকা ছেড়েছেন। 

৬ জুন তাঁর দুদকে হাজির হওয়ার বিষয়ে কোনো তথ্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না, সেটা দেখার বিষয়। নাকি তিনি সময় নিচ্ছেন।’ 

বেনজীর ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগ সরকারের তৈরি, বিরোধী বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, সরকারের হাত না থাকায় দুদক ও আদালত অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে। এর ফলে বিষয়গুলো উঠে এসেছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সরকার এ ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ। 

মালয়েশিয়াগামী কর্মী প্রসঙ্গ
দেশের প্রায় ১৭ হাজার কর্মীর মালয়েশিয়া যেতে না পারায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৩১ মের মধ্যে কর্মীদের মালয়েশিয়া প্রবেশের যে সময়সীমা নির্ধারিত ছিল, তা কিছুদিন বাড়ানোর জন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে। এর বাইরে কর্মীরা কাদের গাফিলতির জন্য দেশটিতে যেতে পারলেন না, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত