Ajker Patrika

শ্রম এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে যেকোনো সময় মন্ত্রী আসতে পারেন: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ২০
শ্রম এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে যেকোনো সময় মন্ত্রী আসতে পারেন: ওবায়দুল কাদের

মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। 

মন্ত্রিসভার পরিধি বাড়বে কি না—এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা প্রধানমন্ত্রী বলতে পারবেন। তবে শ্রম ও কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে যেকোনো সময় মন্ত্রী আসতে পারেন। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোনো ছোট রাজনৈতিক দল না। তারা বৃহৎ একটি সংগঠন। তাদের ভুলের কারণে হয়তো তারা এখন বিভিন্ন কর্মসূচি থেকে পিছিয়ে আছে। 

বিএনপির কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, তারা প্রথম বলেছিল যে এ সরকার নির্বাচন করতে পারবে না। এরপর বলে নির্বাচন করতে পারলেও পাঁচ দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এরপর আবার তারা বলেছেন ১৫ দিনের বেশি এই সরকার টিকবে না।

বিএনপির ১৩ জন নেতা-কর্মী কারাগারে মৃত্যুবরণ করেছেন এ বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, যাঁরা মারা গেছেন তাঁরা কোথায় মারা গেলেন? কীভাবে মারা গেলেন? কোন জেলখানা বা কাস্টডিতে মারা গেলেন? সে সংক্রান্ত কোনো তালিকা তাঁদের কাছে দেওয়া হয়নি। এটা ঘোলা পানিতে মাছ শিকারের মতো বলে মন্তব্য করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত