নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুর প্রকোপ গত দুদিন কিছুটা কম থাকলেও গত ২৪ ঘণ্টায় রোগীর সংখ্যা আবার বেড়েছে। তবে এ সময় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৮ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৫৮ জন এবং বাইরে ৩০ জন। আগের দিন ভর্তি হয়েছিলেন ১৬৫ জন। এদের মধ্যে ঢাকায় ১৪১ জন। ঢাকার বাইরে ছিলেন ২৪ জন।
দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছেন ১ হাজার ৪ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৯৪ জন। বাইরে ভর্তি আছে ২১০ জন।
ডেঙ্গুতে আক্রান্ত চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৮ হাজার ৫৫০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৪৭৮ জন। এ সময় মারা গেছেন ৬৮।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, ঢাকা শিশু হাসপাতালে ১০ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৭ জন, বিজিবি হাসপাতালে একজন ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭ জনসহ মোট ৫৪ জন। এই ৫৪ জন সরকার ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ছয়টি ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করেছিল। কিন্তু এর মধ্যে চারটিতেই কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় সম্প্রতি কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে দুই দিন ধরে রোগী ভর্তি হচ্ছে। তবে সেখানে চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত নয়।
কীটতত্ত্ববিদেরা বলেছেন, দেশে বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই।
ডেঙ্গুর প্রকোপ গত দুদিন কিছুটা কম থাকলেও গত ২৪ ঘণ্টায় রোগীর সংখ্যা আবার বেড়েছে। তবে এ সময় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৮ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৫৮ জন এবং বাইরে ৩০ জন। আগের দিন ভর্তি হয়েছিলেন ১৬৫ জন। এদের মধ্যে ঢাকায় ১৪১ জন। ঢাকার বাইরে ছিলেন ২৪ জন।
দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছেন ১ হাজার ৪ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৯৪ জন। বাইরে ভর্তি আছে ২১০ জন।
ডেঙ্গুতে আক্রান্ত চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৮ হাজার ৫৫০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৪৭৮ জন। এ সময় মারা গেছেন ৬৮।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, ঢাকা শিশু হাসপাতালে ১০ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৭ জন, বিজিবি হাসপাতালে একজন ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭ জনসহ মোট ৫৪ জন। এই ৫৪ জন সরকার ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ছয়টি ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করেছিল। কিন্তু এর মধ্যে চারটিতেই কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় সম্প্রতি কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে দুই দিন ধরে রোগী ভর্তি হচ্ছে। তবে সেখানে চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত নয়।
কীটতত্ত্ববিদেরা বলেছেন, দেশে বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই।
অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার বিকেলে এই খসড়া ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে...
১৭ মিনিট আগেযুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩৯ বাংলাদেশি। একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত আসেন তাঁরা। আজ শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগেজুলাই ঘোষণাপত্রকে ‘বাস্তবতা’ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা জানান মাহফুজ আলম।
৪ ঘণ্টা আগেঐকমত্য কমিশনে নারী আসন বিষয়ে গত ১৪ জুলাই থেকে অন্তত চার দিন আলোচনা হয়েছে। এই আলোচনায় বিএনপি, জামায়াত, সিপিবি, বাসদ, এলডিপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল নারী প্রতিনিধি ছাড়াই অংশ নিয়েছে। কমিশনের আলোচনায় এনসিপি, জেএসডি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাসদ
১০ ঘণ্টা আগে