নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুর প্রকোপ গত দুদিন কিছুটা কম থাকলেও গত ২৪ ঘণ্টায় রোগীর সংখ্যা আবার বেড়েছে। তবে এ সময় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৮ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৫৮ জন এবং বাইরে ৩০ জন। আগের দিন ভর্তি হয়েছিলেন ১৬৫ জন। এদের মধ্যে ঢাকায় ১৪১ জন। ঢাকার বাইরে ছিলেন ২৪ জন।
দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছেন ১ হাজার ৪ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৯৪ জন। বাইরে ভর্তি আছে ২১০ জন।
ডেঙ্গুতে আক্রান্ত চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৮ হাজার ৫৫০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৪৭৮ জন। এ সময় মারা গেছেন ৬৮।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, ঢাকা শিশু হাসপাতালে ১০ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৭ জন, বিজিবি হাসপাতালে একজন ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭ জনসহ মোট ৫৪ জন। এই ৫৪ জন সরকার ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ছয়টি ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করেছিল। কিন্তু এর মধ্যে চারটিতেই কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় সম্প্রতি কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে দুই দিন ধরে রোগী ভর্তি হচ্ছে। তবে সেখানে চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত নয়।
কীটতত্ত্ববিদেরা বলেছেন, দেশে বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই।
ডেঙ্গুর প্রকোপ গত দুদিন কিছুটা কম থাকলেও গত ২৪ ঘণ্টায় রোগীর সংখ্যা আবার বেড়েছে। তবে এ সময় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৮ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৫৮ জন এবং বাইরে ৩০ জন। আগের দিন ভর্তি হয়েছিলেন ১৬৫ জন। এদের মধ্যে ঢাকায় ১৪১ জন। ঢাকার বাইরে ছিলেন ২৪ জন।
দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছেন ১ হাজার ৪ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৯৪ জন। বাইরে ভর্তি আছে ২১০ জন।
ডেঙ্গুতে আক্রান্ত চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৮ হাজার ৫৫০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৪৭৮ জন। এ সময় মারা গেছেন ৬৮।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, ঢাকা শিশু হাসপাতালে ১০ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৭ জন, বিজিবি হাসপাতালে একজন ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭ জনসহ মোট ৫৪ জন। এই ৫৪ জন সরকার ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ছয়টি ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করেছিল। কিন্তু এর মধ্যে চারটিতেই কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় সম্প্রতি কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে দুই দিন ধরে রোগী ভর্তি হচ্ছে। তবে সেখানে চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত নয়।
কীটতত্ত্ববিদেরা বলেছেন, দেশে বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, সরকার তা সমর্থন করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
৩ ঘণ্টা আগে‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও তাঁর স্ত্রী ১১ থেকে ১২ মে জাপান সফরে যাচ্ছেন। আজ শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম (নোটিশ টু এয়ারম্যান) না মানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিমান) একটি ফ্লাইটকে শেষ মুহূর্তে গন্তব্য পরিবর্তন করতে হয়েছে। মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিমানে একটি ফ্লাইট শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে।
১০ ঘণ্টা আগে