Ajker Patrika

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এ আমদানির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আরও ছয়টি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ছয় কোটি টিম আমদানির নতুন করে অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার চার কোটি ডিম আমদানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। চারটি প্রতিষ্ঠানকে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়। প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স মীম এন্টারপ্রাইজ, মেসার্স টাইগার ট্রেডিং, অর্ণব ট্রেডিং লিমিটেড ও প্রাইম এনার্জি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সে সময় জানান, যে চারটি কোম্পানিকে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে, তারা হলো মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স, টাইগার ট্রেডিং ও অর্ণব ট্রেডিং লিমিটেড। প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। 

তপন কান্তি ঘোষ বলেন, ঠিক কবে ডিম আমদানি হবে তা চার প্রতিষ্ঠানকে নির্দিষ্ট করে বলা হয়নি। তবে তাদেরকে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব ডিম আমদানি করতে হবে। যেহেতু ঋণপত্র খুলে আমদানি করতে হবে, সে ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। 

সচিব জানান, কোন দেশ থেকে ডিম আমদানি করতে হবে, সেটিও নির্দিষ্ট করে দেওয়া হয়নি। আমদানিকারক ঠিক করবেন কোন দেশ থেকে ডিম আমদানি করবেন। তবে আমদানি করা ডিমের দাম কী হবে, তা ঠিক করে দেওয়া হয়েছে। 

বাণিজ্যসচিব বলেন, বাজারে যেহেতু ডিমের খুচরা মূল্য ১২ টাকা করে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাই আমদানি করা ডিমও প্রতিটি ১২ টাকার বেশি দামে বিক্রি করা যাবে না।

ডিম আমদানি করার ক্ষেত্রে চারটি শর্ত দেওয়া হয়েছে। এর প্রথমটি হলো, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। দ্বিতীয়ত, আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দেওয়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত সনদ দাখিল করতে হবে। 

এ ছাড়া নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না এবং সরকারের অন্যান্য বিধিবিধান প্রতিপালন করতে হবে। এমন দুটো শর্তের কথাও আমদানিকারক প্রতিষ্ঠানকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় এক বৈঠকে বলেছে, দেশের বাজার নিয়ন্ত্রণে ডিম আমদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুরুতে সীমিত পর্যায়ে ডিম আমদানির অনুমোদন দেওয়া হবে পরিস্থিতির স্বাভাবিক না হলে বিপুলসংখ্যক আমদানির অনুমোদন দেওয়া হবে বলে বাণিজ্যমন্ত্রী জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত