অনলাইন ডেস্ক
দুর্নীতি, ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ ও পরামর্শ আহ্বানে সাড়া পাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ১৯ এপ্রিল উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ই-মেইলের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে এ সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
আজ সোমবার উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, গতকাল রোববার (১১ মে) দুপুর ১২টা ৪৫ পর্যন্ত মোট ৯০৯টি ই-মেইল জমা পড়েছে।
জানানো হয়েছে, প্রথম ৪০০টি ই-মেইল পর্যালোচনার ভিত্তিতে ১২৮টি গুরুত্বপূর্ণ অভিযোগ ও পরামর্শ চিহ্নিত করা হয়েছে। এই পর্যালোচনায় উঠে আসা তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি অভিযোগ ও পরামর্শ এসেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত, যার সংখ্যা ৪৪টি। এরপরই রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (৩২টি) এবং ভূমি মন্ত্রণালয় (১৬টি)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত ৪টি অভিযোগ ও পরামর্শও এই প্রাথমিক পর্যালোচনার আওতায় এসেছে।
অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর থেকেও উল্লেখযোগ্য সংখ্যক অভিযোগ ও পরামর্শ এসেছে। এর মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন (৮ টি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (৬ টি), আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় (৫ টি), রেলপথ মন্ত্রণালয় (৫ টি), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (৪ টি), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (৩ টি), পানি সম্পদ মন্ত্রণালয় (২ টি), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (২ টি), শিক্ষা মন্ত্রণালয় (২ টি), বাণিজ্য মন্ত্রণালয় (২ টি) উল্লেখযোগ্য।
এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, সরকারি কর্ম কমিশন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন সম্পর্কিত একটি করে অভিযোগ ও পরামর্শ পাওয়া গেছে।
উল্লেখ্য, ১৭টি অভিযোগ ও পরামর্শ একাধিক মন্ত্রণালয় বা দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট।
এই কার্যক্রমের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যেই তাদের আওতাধীন অভিযোগ ও পরামর্শগুলোর সমাধানে কাজ শুরু করে দিয়েছে। অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর সম্পর্কিত বিষয়গুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে, অবশিষ্ট ই-মেইলগুলোর পর্যালোচনা কার্যক্রম চলমান।
দুর্নীতি, ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ ও পরামর্শ আহ্বানে সাড়া পাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ১৯ এপ্রিল উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ই-মেইলের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে এ সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
আজ সোমবার উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, গতকাল রোববার (১১ মে) দুপুর ১২টা ৪৫ পর্যন্ত মোট ৯০৯টি ই-মেইল জমা পড়েছে।
জানানো হয়েছে, প্রথম ৪০০টি ই-মেইল পর্যালোচনার ভিত্তিতে ১২৮টি গুরুত্বপূর্ণ অভিযোগ ও পরামর্শ চিহ্নিত করা হয়েছে। এই পর্যালোচনায় উঠে আসা তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি অভিযোগ ও পরামর্শ এসেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত, যার সংখ্যা ৪৪টি। এরপরই রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (৩২টি) এবং ভূমি মন্ত্রণালয় (১৬টি)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত ৪টি অভিযোগ ও পরামর্শও এই প্রাথমিক পর্যালোচনার আওতায় এসেছে।
অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর থেকেও উল্লেখযোগ্য সংখ্যক অভিযোগ ও পরামর্শ এসেছে। এর মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন (৮ টি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (৬ টি), আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় (৫ টি), রেলপথ মন্ত্রণালয় (৫ টি), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (৪ টি), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (৩ টি), পানি সম্পদ মন্ত্রণালয় (২ টি), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (২ টি), শিক্ষা মন্ত্রণালয় (২ টি), বাণিজ্য মন্ত্রণালয় (২ টি) উল্লেখযোগ্য।
এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, সরকারি কর্ম কমিশন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন সম্পর্কিত একটি করে অভিযোগ ও পরামর্শ পাওয়া গেছে।
উল্লেখ্য, ১৭টি অভিযোগ ও পরামর্শ একাধিক মন্ত্রণালয় বা দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট।
এই কার্যক্রমের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যেই তাদের আওতাধীন অভিযোগ ও পরামর্শগুলোর সমাধানে কাজ শুরু করে দিয়েছে। অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর সম্পর্কিত বিষয়গুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে, অবশিষ্ট ই-মেইলগুলোর পর্যালোচনা কার্যক্রম চলমান।
বাংলাদেশে কত ৫৩ বছর ধরে বিভিন্নভাবে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে একটি লক্ষ্য, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। মানুষের সেই আকাঙ্ক্ষা যেহেতু পূর্ণ হয়নি, বারবার তার ব্যত্যয় ঘটেছে, বাংলাদেশের নাগরিকেরা বারবার সেই সংগ্রামে যুক্ত থেকেছে, সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে। এক অর্থে একটি...
১০ মিনিট আগেবিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এখন দলটির নিবন্ধন বাতিল করার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন...
১৪ মিনিট আগেদেশে প্রথমবারের মতো আয়োজিত সিভিল সার্জন সম্মেলনে প্রধান উপদেষ্টার বিবেচনার জন্য কিছু প্রস্তাব জানিয়ে ঢাকা জেলা সিভিল সার্জন বলেন, অবিলম্বে ভুয়া ল্যাব, ভুয়া ডাক্তার, দালাল চক্র, ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে সিভিল সার্জনদের সীমিত আকারে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদানে জরুরি।
৩৭ মিনিট আগেপ্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ-সুবিধা রয়েছে, এই পরিস্থিতির মধ্যে যদি আমরা পরিবর্তনের জন্য নিজের মন ঠিক করতে পারি তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের স্বাস্থ্যসেবার ২৫ শতাংশ উন্নতি হয়ে যাবে।’
১ ঘণ্টা আগে