Ajker Patrika

রাফসানের ড্রিংকস ‘ব্লু’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২০: ০৯
রাফসানের ড্রিংকস ‘ব্লু’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

অনুমোদনহীন কোমল পানীয় ‘ব্লু’ বাজারজাত করায় ইউটিউবার ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর জরিমানার এ আদেশ দেন। সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিংকস ‘ব্লু’ সাত দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে কোমল পানীয় ব্লুর সব মালামাল তুলে নেবে এবং এ ধরনের ব্যবসা তাঁরা আর করবেন না বলে ৩০০ টাকার নন–জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান।

আদালত সূত্রে জানা গেছে, আদালত আদেশ দেওয়ার পর প্রায় দেড় ঘণ্টা আদালতে দাঁড়িয়েছিলেন রাফসান দ্য ছোট ভাই। পরে জরিমানার টাকা পরিশোধ করে তিনি আদালত ত্যাগ করেন।

গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য অধিদপ্তর। ওই সময় দেখা যায়, ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস তৈরির কারখানায় মানহীনভাবে লিচু ও তরমুজের ফ্লেভারে পানীয় তৈরি করা হয়। তখন ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বিশুদ্ধ খাদ্য আইনে মামলা হয়।

গত বছরের ৭ ডিসেম্বর ব্লু নামে ইলেক্ট্রোলাইটস ড্রিংক ব্লু বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার ইফতেখার রাফসান। যিনি রাফসান দ্য ছোট ভাই হিসেবে পরিচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত