Ajker Patrika

নয়াদিল্লির আদলে ঢাকা–নারায়ণগঞ্জ–কেরানীগঞ্জ–সাভার–টঙ্গী মিলে ‘ক্যাপিটাল সিটি সরকার’ গঠনের প্রস্তাব

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ২৩
যমুনার সামনে সংবাদ সম্মেলনে উপদেষ্টার প্রেস উইং। ছবি: আজকের পত্রিকা
যমুনার সামনে সংবাদ সম্মেলনে উপদেষ্টার প্রেস উইং। ছবি: আজকের পত্রিকা

ঢাকা, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও টঙ্গী নিয়ে ঢাকা ক্যাপিটাল সিটি সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনের তথ্যগুলো তুলে ধরে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, রাজধানী ঢাকা মহানগরীর জনসংখ্যা ও পরিষেবার ব্যাপ্তির কথা বিবেচনায় রেখে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা রাজধানীর মহানগর সরকার গঠনের সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য প্রদেশের মতো এখানেও আইনসভা ও স্থানীয় সরকার থাকবে। ঢাকা মহানগরী, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের আয়তন নির্ধারণ করা যেতে পারে। তবে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা অন্যান্য উপজেলা নিয়ে বহাল থাকবে।

সংস্কার কমিশন আরও সুপারিশ জানিয়েছে, রাজধানী মহানগর সরকার গঠিত হলে টাঙ্গাইলকে ঢাকা বিভাগের সঙ্গে সংযুক্ত করা যেতে পারে। এ ছাড়া দেশকে চারটি প্রদেশে ভাগ করা, ডিসিদের পদবি পরিবর্তন করাসহ আরও বেশকিছু প্রস্তাব দিয়েছে কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত