Ajker Patrika

দেশজুড়ে ইন্টারনেট-সেবায় বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৫: ৩৩
দেশজুড়ে ইন্টারনেট-সেবায় বিঘ্ন

সাবমেরিন কেব্‌ল রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশজুড়ে বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট-সেবা। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেব্‌ল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এজন্য শনিবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কেব্‌লের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। ফলে ওই  ১২ ঘণ্টা দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট-সেবা বিঘ্নিত হতে পারে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি। তবে এই সময়ে কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল (সিমিউই-৫) যথারীতি চালু থাকবে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। 

বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিপিএলসি) সিমিউই-৪ এবং সিমিউই-৫ নামের দুটি আন্তর্জাতিক সাবমেরিন কেব্‌ল কনসোর্টিয়ামের (কোম্পানি) সদস্য, যেটি বাংলাদেশ সাবমেরিন কেব্‌লসের ক্ষমতা ও পর্যাপ্ততা নিশ্চিত করে। বর্তমানে সিমিউই-৪ ও সিমিউই-৫ কেব্‌ল দুটির মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট ও আন্তর্জাতিক ভয়েস ট্র্যাফিক চলছে। সিমিউই-৪-এর জন্য বিএসসিসিএলের কেব্‌ল ল্যান্ডিং স্টেশন রয়েছে কক্সবাজারে। আর সিমিউই-৫-এর জন্য বিএসসিসিএলের ল্যান্ডিং স্টেশন চালু হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত