ঢাবি প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় প্ল্যাটফর্মটির।
এর আগে একই দাবিতে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন একদল শিক্ষার্থী। বিক্ষোভে শিক্ষার্থীরা জানান, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের দোসরদের দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম অঞ্চল ও এনজিওবাদী লোকদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে বৈষম্য করা হচ্ছে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগ কোন ক্যাটাগরিতে হয় জানতে চান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরও বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যাদের সমর্থন ছিল না, তারা কীভাবে জায়গা পেয়েছে। জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থন দিতে গণভবনে ছিল, তারা কেমনে নিয়োগ পায়! নতুন শপথ নেওয়া ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরওয়ার ফারুকীকে দ্রুত অপসারণ করতে হবে।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা (সরকার) শিক্ষার্থী, নাগরিক, শ্রমিক-জনতার সঙ্গে মশকরা বন্ধ করেন। আপনারা বিপদে পড়বেন। শিক্ষার্থীরা তাজা রক্ত দিয়ে অভ্যুত্থান করেছেন। তাঁদের সঙ্গে আলোচনা না করে এই নিয়োগ দিয়েছেন। যারা ফ্যাসিবাদের নুন খেয়েছে, আমরা কোনো ফর্মেটেই তাদের পুনর্বাসন দেখতে চাই না।
‘উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই। সমঝোতার ভিত্তিতে যদি তাদের নিয়োগ দেওয়া হয়, তাহলে আপনারা ছাত্র-জনতার সঙ্গে প্রতারণা করছেন।’
সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘আমাদের অবহিত না করে গতকাল ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে যদি চলতে থাকে, আমরা নতুন সরকার গঠন করতে বেশি সময় লাগবে না। ’২৪-এর গণ-অভ্যুত্থান রক্ষা করতে আমরা রক্ত দিয়ে মাঠে থাকব। এ বিপ্লব আমরা নষ্ট করতে দেব না, নষ্ট হতে দেব না।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন সমন্বয়ক আব্দুল কাদের, কানিজ ফাতেমা, রাফিদ হাসান সাফওয়ান, রিফাদ রশীদ, তরিকুল ইসলাম, হাসিব আল ইসলাম প্রমুখ।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় প্ল্যাটফর্মটির।
এর আগে একই দাবিতে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন একদল শিক্ষার্থী। বিক্ষোভে শিক্ষার্থীরা জানান, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের দোসরদের দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম অঞ্চল ও এনজিওবাদী লোকদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে বৈষম্য করা হচ্ছে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগ কোন ক্যাটাগরিতে হয় জানতে চান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরও বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যাদের সমর্থন ছিল না, তারা কীভাবে জায়গা পেয়েছে। জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থন দিতে গণভবনে ছিল, তারা কেমনে নিয়োগ পায়! নতুন শপথ নেওয়া ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরওয়ার ফারুকীকে দ্রুত অপসারণ করতে হবে।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা (সরকার) শিক্ষার্থী, নাগরিক, শ্রমিক-জনতার সঙ্গে মশকরা বন্ধ করেন। আপনারা বিপদে পড়বেন। শিক্ষার্থীরা তাজা রক্ত দিয়ে অভ্যুত্থান করেছেন। তাঁদের সঙ্গে আলোচনা না করে এই নিয়োগ দিয়েছেন। যারা ফ্যাসিবাদের নুন খেয়েছে, আমরা কোনো ফর্মেটেই তাদের পুনর্বাসন দেখতে চাই না।
‘উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই। সমঝোতার ভিত্তিতে যদি তাদের নিয়োগ দেওয়া হয়, তাহলে আপনারা ছাত্র-জনতার সঙ্গে প্রতারণা করছেন।’
সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘আমাদের অবহিত না করে গতকাল ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে যদি চলতে থাকে, আমরা নতুন সরকার গঠন করতে বেশি সময় লাগবে না। ’২৪-এর গণ-অভ্যুত্থান রক্ষা করতে আমরা রক্ত দিয়ে মাঠে থাকব। এ বিপ্লব আমরা নষ্ট করতে দেব না, নষ্ট হতে দেব না।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন সমন্বয়ক আব্দুল কাদের, কানিজ ফাতেমা, রাফিদ হাসান সাফওয়ান, রিফাদ রশীদ, তরিকুল ইসলাম, হাসিব আল ইসলাম প্রমুখ।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিআরপিসি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব তথ্য জানান।
২৭ মিনিট আগেবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ফের পিছিয়ে ২৬ আগস্ট ঠিক করা হয়েছে। চাঞ্চল্যকর এই মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ এ নিয়ে ৮৭ বার পেছাল। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন নতুন এদিন ধার্য করেন বলে আদালতের...
১ ঘণ্টা আগেস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এমনটাই জানিয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৩ ঘণ্টা আগেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করা হয়েছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে