নীলফামারী প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা সীমাবদ্ধতায় ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা যায়নি। সাংবাদিকেরাই ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
আজ শনিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রিসাইডিং কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশনার বলেন, ‘নানা সীমাবদ্ধতার কারণে আমরা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করতে পারিনি। এ ক্ষেত্রে আমরা সাংবাদিকদের ওপর নির্ভর করছি। সাংবাদিকেরা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার বিকল্প হিসেবে কাজ করবে।’
এ সময় কমিশনার আরও বলেন, ‘সাংবাদিকেরা ভোটেকেন্দ্র থেকে লাইভ সম্প্রচার করতে পারবে, তবে এ ক্ষেত্রে যেন ভোট কার্যক্রমের কোনো ক্ষতি বা ব্যাঘাত না হয়—সেটি বিবেচনায় রাখতে হবে। ভোটের পরিবেশ বজায় রাখতে ভোটকেন্দ্রে একসঙ্গে দুজন সাংবাদিক ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের প্রিসাইডিং কেন্দ্রের অনুমতি লাগবে না। তবে শুধু অবগত করতে হবে।’
বর্তমানে ভোটের পরিবেশ অনেক ভালো রয়েছে মন্তব্য করে প্রার্থীদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের পরিবেশের উন্নতি ঘটছে। আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে বিনয়ের সঙ্গে বলছি। আপনারা যদি আমাদের আর একটু সহযোগিতা দিয়ে নিজেদের মধ্যে হানাহানি, কাটাকাটিসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করেন, তবে নির্বাচনের পরিবেশ আরও অনেক সুন্দর হবে।’
প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘এত বড় মহাযজ্ঞ নির্বাচন কমিশনের একার পক্ষে করা সম্ভব নয়। এমনকি কমিশনের অধীনে জেলা ও উপজেলা পর্যায়ে যেসব কর্মকর্তা-কর্মচারী আছে, তাদের দিয়েও সম্ভব নয়। আপনারা যাঁরা প্রিসাইডিং কর্মকর্তা আছেন, আপনারাই আমাদের বড় শক্তি। আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া এত বড় মহাযজ্ঞ আমরা কখনই সম্ভব করতে পারব না। তাই আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা এবং আমরা একত্রিত হয়ে আন্তরিকভাবে একে অপরের কাঁধে কাঁধ মিলেয়ে কাজ করলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারব।’
ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে রাশেদা সুলতানা আরও বলেন, উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরপেক্ষভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্নে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ জন্য সারা দেশে নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএনপির লিফলেট বিতরণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, কেউ নির্বাচনে অংশগ্রহণ না করাটা তাঁর একটা অধিকার। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ভোটের আয়োজন করেছে। সেই আয়োজনকে নিরুৎসাহিত করা কিংবা বাধা দেওয়া সেটা কিন্তু অসাংবিধানিক কাজ। এমন অসাংবিধানিক কাজ যদি কেউ করেন তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লিফলেট বিতরণ করাটা তাঁদের রাজনৈতিক অধিকার। লিফলেট বিতরণ করা কোনো ফৌজদারি অপরাধ নয়। কিন্তু এটা বিতরণ করতে গিয়ে বা বিতরণকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটলে তখনই তাঁরা অপরাধী হবেন এবং তাঁদের বিরুদ্ধে মামলা হবে।
এ সময় রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) আবু জাফর, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা সীমাবদ্ধতায় ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা যায়নি। সাংবাদিকেরাই ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
আজ শনিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রিসাইডিং কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশনার বলেন, ‘নানা সীমাবদ্ধতার কারণে আমরা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করতে পারিনি। এ ক্ষেত্রে আমরা সাংবাদিকদের ওপর নির্ভর করছি। সাংবাদিকেরা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার বিকল্প হিসেবে কাজ করবে।’
এ সময় কমিশনার আরও বলেন, ‘সাংবাদিকেরা ভোটেকেন্দ্র থেকে লাইভ সম্প্রচার করতে পারবে, তবে এ ক্ষেত্রে যেন ভোট কার্যক্রমের কোনো ক্ষতি বা ব্যাঘাত না হয়—সেটি বিবেচনায় রাখতে হবে। ভোটের পরিবেশ বজায় রাখতে ভোটকেন্দ্রে একসঙ্গে দুজন সাংবাদিক ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের প্রিসাইডিং কেন্দ্রের অনুমতি লাগবে না। তবে শুধু অবগত করতে হবে।’
বর্তমানে ভোটের পরিবেশ অনেক ভালো রয়েছে মন্তব্য করে প্রার্থীদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের পরিবেশের উন্নতি ঘটছে। আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে বিনয়ের সঙ্গে বলছি। আপনারা যদি আমাদের আর একটু সহযোগিতা দিয়ে নিজেদের মধ্যে হানাহানি, কাটাকাটিসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করেন, তবে নির্বাচনের পরিবেশ আরও অনেক সুন্দর হবে।’
প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘এত বড় মহাযজ্ঞ নির্বাচন কমিশনের একার পক্ষে করা সম্ভব নয়। এমনকি কমিশনের অধীনে জেলা ও উপজেলা পর্যায়ে যেসব কর্মকর্তা-কর্মচারী আছে, তাদের দিয়েও সম্ভব নয়। আপনারা যাঁরা প্রিসাইডিং কর্মকর্তা আছেন, আপনারাই আমাদের বড় শক্তি। আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া এত বড় মহাযজ্ঞ আমরা কখনই সম্ভব করতে পারব না। তাই আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা এবং আমরা একত্রিত হয়ে আন্তরিকভাবে একে অপরের কাঁধে কাঁধ মিলেয়ে কাজ করলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারব।’
ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে রাশেদা সুলতানা আরও বলেন, উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরপেক্ষভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্নে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ জন্য সারা দেশে নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএনপির লিফলেট বিতরণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, কেউ নির্বাচনে অংশগ্রহণ না করাটা তাঁর একটা অধিকার। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ভোটের আয়োজন করেছে। সেই আয়োজনকে নিরুৎসাহিত করা কিংবা বাধা দেওয়া সেটা কিন্তু অসাংবিধানিক কাজ। এমন অসাংবিধানিক কাজ যদি কেউ করেন তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লিফলেট বিতরণ করাটা তাঁদের রাজনৈতিক অধিকার। লিফলেট বিতরণ করা কোনো ফৌজদারি অপরাধ নয়। কিন্তু এটা বিতরণ করতে গিয়ে বা বিতরণকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটলে তখনই তাঁরা অপরাধী হবেন এবং তাঁদের বিরুদ্ধে মামলা হবে।
এ সময় রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) আবু জাফর, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাঁদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। খবর মালয়েশিয়ার ন্যাশনাল নিউজ এজেন্সি বারনামার।
২ মিনিট আগেপ্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে
২ ঘণ্টা আগেসংলাপে বদিউল আলম মজুমদার বলেন, ‘সংস্কার কমিশনের প্রস্তাবগুলোকে দুই ভাগে করা হয়েছে। কতগুলো সংস্কার আইন পরিবর্তনের মাধ্যমে করা যাবে। রাজনীতিকদের এ ব্যাপারে দ্বিমতের সুযোগ খুব কম। শত শত সুপারিশ আছে, যেগুলো বাস্তবায়ন করা যায়। আর কতগুলো সংস্কারে রাজনৈতিক ঐকমত্য দরকার। সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। মৌলিক
২ ঘণ্টা আগেআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে নিবন্ধন প্রত্যাশীদের আগামী ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ফরমে ইসির সিনিয়র সচিবের কাছে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে