Ajker Patrika

সাবেক মন্ত্রী মুজিবুল ও এমপি জিন্নাহসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও সাবেক এমপি মো. শরিফুল ইসলাম জিন্নাহ। ছবি: সংগৃহীত
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও সাবেক এমপি মো. শরিফুল ইসলাম জিন্নাহ। ছবি: সংগৃহীত

সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক ও বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. শরিফুল ইসলাম জিন্নাহসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন পৃথক পৃথক আদেশে এসব নিষেধাজ্ঞা জারি করেন।

অন্য যাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাঁরা হলেন সংসদ সদস্য জিন্নাহর স্ত্রী মোহসিনা আকতার, রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলিম উদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী জেবুন্নেছা।

ঢাকার আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউশন দপ্তরের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথক আদেশে পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান। আবেদনে বলা হয়, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে টেন্ডার-বাণিজ্য, নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সাবেক রেলমন্ত্রী পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন। সে পরিপ্রেক্ষিতে দেশের বর্তমান বাস্তবতায় মুজিবুল হক দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমন রহিত করা আবশ্যক।

জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. সিফাত হাসান। আবেদনে বলা হয়, বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও স্ত্রী মিসেস মোহসিনা আকতার ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭২ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ওই সম্পদের তথ্য গোপন, স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন।

তদন্তকালে জানা যায়, মোহসিনা আকতার ও শরিফুল জিন্নাহ সপরিবার দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁরা যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো জিন্নাহর দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হলো। গত ১ অক্টোবর তাঁর বিদেশ গমনে ৬০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই মেয়াদ পার হওয়ায় পুনরায় নিষেধাজ্ঞা দেওয়া হলো।

রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী জেবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মেফতাহুল জান্নাত।

আবেদনে বলা হয়, মুসলেহ উদ্দিন ও তাঁর স্ত্রী বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করছে। সে জন্য তাঁরা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। এতে তাঁদের অভিযোগের বিষয় তদন্ত বা অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে অথবা দীর্ঘায়িত হবে। তাই তাঁদের দেশত্যাগ রহিত করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত