কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সরকার দেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই রূপরেখা ঘোষণা করে বলেছেন, বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশ হিসেবে বাংলাদেশ একটি অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিকের ধারণা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করে।
আজ সোমবার এই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি সব রাষ্ট্রের শ্রদ্ধা, রাজনৈতিক স্বাধীনতা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মৌলিক নীতিমালার আওতায় মোট ১৫টি লক্ষ্য স্থির করে ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করা হয়েছে।
এতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সবার জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পারস্পরিক আস্থা ও সম্মান অক্ষুণ্ন রাখা, অংশীদারত্ব ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং সংলাপ ও বোঝাপড়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
১৯৮২ সালের সমুদ্র আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক আইন ও কনভেনশন অনুসারে অবাধ সামুদ্রিক চলাচল ও কোনো দেশের ভূখণ্ড বা জলসীমা দিয়ে আন্তরাষ্ট্রীয় উড়োজাহাজ চলাচলের অধিকারের বিষয়ে পূর্ণ সমর্থন বজায় রাখার কথা রূপরেখায় বলা হয়েছে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আন্তদেশীয় অপরাধ দমনে নীতি কাঠামো প্রণয়ন ও ব্যবহারিক পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়াসকে সমর্থনের কথাও এতে বলা হয়েছে।
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পণ্য, পরিষেবা, পুঁজি ও জনগণের চলাচল সহজতর করা এবং প্রযুক্তি হস্তান্তর, উন্মুক্ত ও নিরাপদ সাইবার স্পেস, মহাকাশে দায়িত্বশীল আচরণ নিশ্চিতকরণের কথাও বলেছে বাংলাদেশ।
জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, সামুদ্রিক দূষণ এবং পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাবের চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনভেনশন ও অঙ্গীকারগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ধারাবাহিকভাবে দৃশ্যমান কার্যক্রম গ্রহণের কথা রূপরেখায় বলা হয়েছে।
স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে টিকা, রোগ নির্ণয় ও চিকিৎসা সুরক্ষা সামগ্রীর মতো ‘বৈশ্বিক সম্পদ’-এ সবার প্রবেশাধিকার নিশ্চিত করাসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার কথা এতে বলা হয়েছে।
সরকার দেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই রূপরেখা ঘোষণা করে বলেছেন, বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশ হিসেবে বাংলাদেশ একটি অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিকের ধারণা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করে।
আজ সোমবার এই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি সব রাষ্ট্রের শ্রদ্ধা, রাজনৈতিক স্বাধীনতা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মৌলিক নীতিমালার আওতায় মোট ১৫টি লক্ষ্য স্থির করে ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করা হয়েছে।
এতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সবার জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পারস্পরিক আস্থা ও সম্মান অক্ষুণ্ন রাখা, অংশীদারত্ব ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং সংলাপ ও বোঝাপড়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
১৯৮২ সালের সমুদ্র আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক আইন ও কনভেনশন অনুসারে অবাধ সামুদ্রিক চলাচল ও কোনো দেশের ভূখণ্ড বা জলসীমা দিয়ে আন্তরাষ্ট্রীয় উড়োজাহাজ চলাচলের অধিকারের বিষয়ে পূর্ণ সমর্থন বজায় রাখার কথা রূপরেখায় বলা হয়েছে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আন্তদেশীয় অপরাধ দমনে নীতি কাঠামো প্রণয়ন ও ব্যবহারিক পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়াসকে সমর্থনের কথাও এতে বলা হয়েছে।
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পণ্য, পরিষেবা, পুঁজি ও জনগণের চলাচল সহজতর করা এবং প্রযুক্তি হস্তান্তর, উন্মুক্ত ও নিরাপদ সাইবার স্পেস, মহাকাশে দায়িত্বশীল আচরণ নিশ্চিতকরণের কথাও বলেছে বাংলাদেশ।
জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, সামুদ্রিক দূষণ এবং পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাবের চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনভেনশন ও অঙ্গীকারগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ধারাবাহিকভাবে দৃশ্যমান কার্যক্রম গ্রহণের কথা রূপরেখায় বলা হয়েছে।
স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে টিকা, রোগ নির্ণয় ও চিকিৎসা সুরক্ষা সামগ্রীর মতো ‘বৈশ্বিক সম্পদ’-এ সবার প্রবেশাধিকার নিশ্চিত করাসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার কথা এতে বলা হয়েছে।
বাংলাদেশ-মালয়েশিয়ার অংশীদারত্ব গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়ায় পার্দানা পুত্রা ভবনে গতকাল মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই নেতা। বৈঠকে দুই নেতার উপস্থিতিতে
২৭ মিনিট আগেআজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ তাঁদের সাক্ষ্য নেওয়া হয়। পরে তাঁদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে।
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের জলসীমার নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি করা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে লঞ্চডুবি ও প্রাকৃতিক দুর্যোগসহ ‘ইন এইড টু সিভিল’ পাওয়ারের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীও কাজ করে যাচ্ছে। ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) উদ্যোগে প্রতিরক্ষা বিষয়ক
২ ঘণ্টা আগেগণপূর্ত অধিদপ্তরের দর তফসিল বাজারদরের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রায় তিন বছর পর নতুন করে এই কমিটি গঠন করা হলো। বর্তমানে ২০২২ সালের দর তফসিল অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে।
৩ ঘণ্টা আগে