কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সরকার দেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই রূপরেখা ঘোষণা করে বলেছেন, বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশ হিসেবে বাংলাদেশ একটি অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিকের ধারণা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করে।
আজ সোমবার এই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি সব রাষ্ট্রের শ্রদ্ধা, রাজনৈতিক স্বাধীনতা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মৌলিক নীতিমালার আওতায় মোট ১৫টি লক্ষ্য স্থির করে ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করা হয়েছে।
এতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সবার জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পারস্পরিক আস্থা ও সম্মান অক্ষুণ্ন রাখা, অংশীদারত্ব ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং সংলাপ ও বোঝাপড়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
১৯৮২ সালের সমুদ্র আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক আইন ও কনভেনশন অনুসারে অবাধ সামুদ্রিক চলাচল ও কোনো দেশের ভূখণ্ড বা জলসীমা দিয়ে আন্তরাষ্ট্রীয় উড়োজাহাজ চলাচলের অধিকারের বিষয়ে পূর্ণ সমর্থন বজায় রাখার কথা রূপরেখায় বলা হয়েছে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আন্তদেশীয় অপরাধ দমনে নীতি কাঠামো প্রণয়ন ও ব্যবহারিক পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়াসকে সমর্থনের কথাও এতে বলা হয়েছে।
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পণ্য, পরিষেবা, পুঁজি ও জনগণের চলাচল সহজতর করা এবং প্রযুক্তি হস্তান্তর, উন্মুক্ত ও নিরাপদ সাইবার স্পেস, মহাকাশে দায়িত্বশীল আচরণ নিশ্চিতকরণের কথাও বলেছে বাংলাদেশ।
জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, সামুদ্রিক দূষণ এবং পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাবের চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনভেনশন ও অঙ্গীকারগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ধারাবাহিকভাবে দৃশ্যমান কার্যক্রম গ্রহণের কথা রূপরেখায় বলা হয়েছে।
স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে টিকা, রোগ নির্ণয় ও চিকিৎসা সুরক্ষা সামগ্রীর মতো ‘বৈশ্বিক সম্পদ’-এ সবার প্রবেশাধিকার নিশ্চিত করাসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার কথা এতে বলা হয়েছে।
সরকার দেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই রূপরেখা ঘোষণা করে বলেছেন, বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশ হিসেবে বাংলাদেশ একটি অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিকের ধারণা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করে।
আজ সোমবার এই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি সব রাষ্ট্রের শ্রদ্ধা, রাজনৈতিক স্বাধীনতা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মৌলিক নীতিমালার আওতায় মোট ১৫টি লক্ষ্য স্থির করে ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করা হয়েছে।
এতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সবার জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পারস্পরিক আস্থা ও সম্মান অক্ষুণ্ন রাখা, অংশীদারত্ব ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং সংলাপ ও বোঝাপড়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
১৯৮২ সালের সমুদ্র আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক আইন ও কনভেনশন অনুসারে অবাধ সামুদ্রিক চলাচল ও কোনো দেশের ভূখণ্ড বা জলসীমা দিয়ে আন্তরাষ্ট্রীয় উড়োজাহাজ চলাচলের অধিকারের বিষয়ে পূর্ণ সমর্থন বজায় রাখার কথা রূপরেখায় বলা হয়েছে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আন্তদেশীয় অপরাধ দমনে নীতি কাঠামো প্রণয়ন ও ব্যবহারিক পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়াসকে সমর্থনের কথাও এতে বলা হয়েছে।
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পণ্য, পরিষেবা, পুঁজি ও জনগণের চলাচল সহজতর করা এবং প্রযুক্তি হস্তান্তর, উন্মুক্ত ও নিরাপদ সাইবার স্পেস, মহাকাশে দায়িত্বশীল আচরণ নিশ্চিতকরণের কথাও বলেছে বাংলাদেশ।
জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, সামুদ্রিক দূষণ এবং পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাবের চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনভেনশন ও অঙ্গীকারগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ধারাবাহিকভাবে দৃশ্যমান কার্যক্রম গ্রহণের কথা রূপরেখায় বলা হয়েছে।
স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে টিকা, রোগ নির্ণয় ও চিকিৎসা সুরক্ষা সামগ্রীর মতো ‘বৈশ্বিক সম্পদ’-এ সবার প্রবেশাধিকার নিশ্চিত করাসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার কথা এতে বলা হয়েছে।
শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক বা অবরুদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে তাঁদের এনআইডি যাচাই করে সেবা নেওয়ার পথ রুদ্ধ হলো। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১২ মিনিট আগেরাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে পাঁচটি কমিশনের একটি শ্রমবিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন...
১ ঘণ্টা আগেজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগেহাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনার জন্য সচিব, রেলপথ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং স্বাস্থ্য সেবা বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্য সদস্যদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি থাকবে এবং প্রতিটি হাসপাতালের জন্য পৃথক স্থানীয় যৌথ ব্যবস্থাপনা কমিটি থাকবে। এই ব্যবস্থাপনা কমিটির গঠন ও কার্যপরিধি সরকার..
৩ ঘণ্টা আগে