Ajker Patrika

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, রোগী ২০ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, রোগী ২০ হাজার ছাড়াল

ডেঙ্গুর প্রকোপ কমছে না। আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রন্ত হয়ে আরও দুই শতাধিক রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গুর রোগী ২০ হাজার ছাড়াল। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২২১ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৬৪ জন এবং ঢাকার বাইরে ৪৭ জন। যেখানে গতকাল এক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি হয়েছিলেন ২২৪ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ২০ হাজার ১২৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৭৬ জনের। আর চলতি মাসের ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৯৩২ জন রোগী। চলতি মাসে মারা গেছেন ৭ জন। ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগী ভর্তি রয়েছেন ৯৬৭ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি ৭৯৫ জন। অন্যত্র ১৭২ জন। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ২৬ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, ঢাকা শিশু হাসপাতালে ১১ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৯ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৪ জন, বিজিবি হাসপাতালে একজনসহ মোট ৬৭ রোগী ভর্তি হয়েছেন। এই ৬৭ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। 

বৃষ্টি হওয়ার দুই সপ্তাহ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার। তিনি আজকের পত্রিকাকে বলেন, চলতি মাসের শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হওয়ার ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে। এই সময়ের মধ্যে বৃষ্টি হলে আবারও জন্ম নেবে এডিস মশা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১ হাজার টাকায় ৪ থ্রি-পিস দেওয়ার বিজ্ঞাপন দেখে নারীদের ভিড়, বেকায়দায় শোরুম কর্তৃপক্ষ

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি: কানাডার প্রধানমন্ত্রী

আ.লীগ-জাপাকে ভোটের বাইরে রাখলে গৃহযুদ্ধের সূত্রপাত হতে পারে: শামীম পাটোয়ারী

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা

এলাকার খবর
Loading...