কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, বিচার বিভাগ, এসব নিয়ে কারও ‘মাতব্বরি করার কোনো সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘সরকার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর।’
বাংলাদেশ প্রসঙ্গে ঢাকায় রাশিয়ার দূতাবাস এবং মার্কিন দূতাবাসের পাল্টাপাল্টি বক্তব্য প্রসঙ্গে আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমাদের দেশ পরিপক্ব। আমাদের সার্বভৌমত্ব আছে। আমরা স্বাধীন দেশ।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়া ও আমেরিকাসহ কোনো দেশের মাথা ঘামানোর দরকার নেই।’
বিদেশিরা বক্তব্য দেবেন জেনেভা কনভেনশন অনুযায়ী এবং নিয়ম-রীতি মেনে, এ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কোনো বিষয়ে কোনো ইস্যু থাকে অবশ্যই তা তারা জানাবেন। বন্ধু রাষ্ট্রগুলো কোনো প্রস্তাব দিলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’
রাশিয়া ও আমেরিকা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাক, এটা চান না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
রাশিয়া–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বিবৃতির সর্বশেষটি দিয়েছেন মস্কোয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা। গত বৃহস্পতিবার মস্কোয় নিয়মিত ব্রিফিংয়ে তিনি শাহীনবাগের ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের কূটনীতিক বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার সুরক্ষার নামে ক্রমাগত দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। যুক্তরাজ্য ও জার্মানির কূটনীতিকেরাও আগামী সংসদ নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা ও অংশগ্রহণমূলক করার বিষয়ে বাংলাদেশকে প্রকাশ্যে পরামর্শ দিয়ে চলেছে।’
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১০ ডিসেম্বর ঢাকায় শাহীনবাগে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠনের আয়োজনে নিখোঁজ বিএনপির নেতার বাসায় যান। সেখানে ‘মায়ের কান্না’ নামের আরেকটি সংগঠনের তৎপরতার মুখে রাষ্ট্রদূতের নিরাপত্তার ক্ষেত্রে ‘অনিশ্চয়তা’ তৈরি হয়েছে বলে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের কাছে অভিযোগ করেছে।
মারিয়া জাখারোভা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি তাঁর (হাস) কর্মকাণ্ডের প্রত্যাশিত প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করে বলেন, ‘সার্বভৌম রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়।’ তিনি সেই সঙ্গে দূতাবাস পরিচালনা, নিরাপত্তা ও কূটনৈতিক দায়মুক্তির বিষয়ে ভিয়েনা সনদ মেনে চলার জন্য আহ্বান জানান।
এর আগে ঢাকায় রাশিয়ার দূতাবাস ২০ ডিসেম্বর এক বিবৃতিতে বলে, বাংলাদেশের মতো দেশগুলো বহিঃশক্তির চাপের মুখে নিজের জাতীয় স্বার্থ সংরক্ষণে বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতিমালা মেনে চলে। রাশিয়া এসব ক্ষেত্রে বাংলাদেশসহ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মনে চলে।
পরদিন এক টুইটে ঢাকায় মার্কিন দূতাবাস জানতে চায়, রাশিয়ার ওই নীতি ইউক্রেনের ক্ষেত্রে প্রযোজ্য কি না।
বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, বিচার বিভাগ, এসব নিয়ে কারও ‘মাতব্বরি করার কোনো সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘সরকার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর।’
বাংলাদেশ প্রসঙ্গে ঢাকায় রাশিয়ার দূতাবাস এবং মার্কিন দূতাবাসের পাল্টাপাল্টি বক্তব্য প্রসঙ্গে আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমাদের দেশ পরিপক্ব। আমাদের সার্বভৌমত্ব আছে। আমরা স্বাধীন দেশ।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়া ও আমেরিকাসহ কোনো দেশের মাথা ঘামানোর দরকার নেই।’
বিদেশিরা বক্তব্য দেবেন জেনেভা কনভেনশন অনুযায়ী এবং নিয়ম-রীতি মেনে, এ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কোনো বিষয়ে কোনো ইস্যু থাকে অবশ্যই তা তারা জানাবেন। বন্ধু রাষ্ট্রগুলো কোনো প্রস্তাব দিলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’
রাশিয়া ও আমেরিকা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাক, এটা চান না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
রাশিয়া–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বিবৃতির সর্বশেষটি দিয়েছেন মস্কোয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা। গত বৃহস্পতিবার মস্কোয় নিয়মিত ব্রিফিংয়ে তিনি শাহীনবাগের ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের কূটনীতিক বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার সুরক্ষার নামে ক্রমাগত দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। যুক্তরাজ্য ও জার্মানির কূটনীতিকেরাও আগামী সংসদ নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা ও অংশগ্রহণমূলক করার বিষয়ে বাংলাদেশকে প্রকাশ্যে পরামর্শ দিয়ে চলেছে।’
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১০ ডিসেম্বর ঢাকায় শাহীনবাগে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠনের আয়োজনে নিখোঁজ বিএনপির নেতার বাসায় যান। সেখানে ‘মায়ের কান্না’ নামের আরেকটি সংগঠনের তৎপরতার মুখে রাষ্ট্রদূতের নিরাপত্তার ক্ষেত্রে ‘অনিশ্চয়তা’ তৈরি হয়েছে বলে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের কাছে অভিযোগ করেছে।
মারিয়া জাখারোভা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি তাঁর (হাস) কর্মকাণ্ডের প্রত্যাশিত প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করে বলেন, ‘সার্বভৌম রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়।’ তিনি সেই সঙ্গে দূতাবাস পরিচালনা, নিরাপত্তা ও কূটনৈতিক দায়মুক্তির বিষয়ে ভিয়েনা সনদ মেনে চলার জন্য আহ্বান জানান।
এর আগে ঢাকায় রাশিয়ার দূতাবাস ২০ ডিসেম্বর এক বিবৃতিতে বলে, বাংলাদেশের মতো দেশগুলো বহিঃশক্তির চাপের মুখে নিজের জাতীয় স্বার্থ সংরক্ষণে বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতিমালা মেনে চলে। রাশিয়া এসব ক্ষেত্রে বাংলাদেশসহ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মনে চলে।
পরদিন এক টুইটে ঢাকায় মার্কিন দূতাবাস জানতে চায়, রাশিয়ার ওই নীতি ইউক্রেনের ক্ষেত্রে প্রযোজ্য কি না।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
৭ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
৯ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
১০ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১৭ ঘণ্টা আগে