কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, বিচার বিভাগ, এসব নিয়ে কারও ‘মাতব্বরি করার কোনো সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘সরকার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর।’
বাংলাদেশ প্রসঙ্গে ঢাকায় রাশিয়ার দূতাবাস এবং মার্কিন দূতাবাসের পাল্টাপাল্টি বক্তব্য প্রসঙ্গে আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমাদের দেশ পরিপক্ব। আমাদের সার্বভৌমত্ব আছে। আমরা স্বাধীন দেশ।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়া ও আমেরিকাসহ কোনো দেশের মাথা ঘামানোর দরকার নেই।’
বিদেশিরা বক্তব্য দেবেন জেনেভা কনভেনশন অনুযায়ী এবং নিয়ম-রীতি মেনে, এ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কোনো বিষয়ে কোনো ইস্যু থাকে অবশ্যই তা তারা জানাবেন। বন্ধু রাষ্ট্রগুলো কোনো প্রস্তাব দিলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’
রাশিয়া ও আমেরিকা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাক, এটা চান না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
রাশিয়া–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বিবৃতির সর্বশেষটি দিয়েছেন মস্কোয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা। গত বৃহস্পতিবার মস্কোয় নিয়মিত ব্রিফিংয়ে তিনি শাহীনবাগের ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের কূটনীতিক বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার সুরক্ষার নামে ক্রমাগত দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। যুক্তরাজ্য ও জার্মানির কূটনীতিকেরাও আগামী সংসদ নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা ও অংশগ্রহণমূলক করার বিষয়ে বাংলাদেশকে প্রকাশ্যে পরামর্শ দিয়ে চলেছে।’
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১০ ডিসেম্বর ঢাকায় শাহীনবাগে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠনের আয়োজনে নিখোঁজ বিএনপির নেতার বাসায় যান। সেখানে ‘মায়ের কান্না’ নামের আরেকটি সংগঠনের তৎপরতার মুখে রাষ্ট্রদূতের নিরাপত্তার ক্ষেত্রে ‘অনিশ্চয়তা’ তৈরি হয়েছে বলে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের কাছে অভিযোগ করেছে।
মারিয়া জাখারোভা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি তাঁর (হাস) কর্মকাণ্ডের প্রত্যাশিত প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করে বলেন, ‘সার্বভৌম রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়।’ তিনি সেই সঙ্গে দূতাবাস পরিচালনা, নিরাপত্তা ও কূটনৈতিক দায়মুক্তির বিষয়ে ভিয়েনা সনদ মেনে চলার জন্য আহ্বান জানান।
এর আগে ঢাকায় রাশিয়ার দূতাবাস ২০ ডিসেম্বর এক বিবৃতিতে বলে, বাংলাদেশের মতো দেশগুলো বহিঃশক্তির চাপের মুখে নিজের জাতীয় স্বার্থ সংরক্ষণে বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতিমালা মেনে চলে। রাশিয়া এসব ক্ষেত্রে বাংলাদেশসহ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মনে চলে।
পরদিন এক টুইটে ঢাকায় মার্কিন দূতাবাস জানতে চায়, রাশিয়ার ওই নীতি ইউক্রেনের ক্ষেত্রে প্রযোজ্য কি না।
বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, বিচার বিভাগ, এসব নিয়ে কারও ‘মাতব্বরি করার কোনো সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘সরকার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর।’
বাংলাদেশ প্রসঙ্গে ঢাকায় রাশিয়ার দূতাবাস এবং মার্কিন দূতাবাসের পাল্টাপাল্টি বক্তব্য প্রসঙ্গে আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমাদের দেশ পরিপক্ব। আমাদের সার্বভৌমত্ব আছে। আমরা স্বাধীন দেশ।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়া ও আমেরিকাসহ কোনো দেশের মাথা ঘামানোর দরকার নেই।’
বিদেশিরা বক্তব্য দেবেন জেনেভা কনভেনশন অনুযায়ী এবং নিয়ম-রীতি মেনে, এ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কোনো বিষয়ে কোনো ইস্যু থাকে অবশ্যই তা তারা জানাবেন। বন্ধু রাষ্ট্রগুলো কোনো প্রস্তাব দিলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’
রাশিয়া ও আমেরিকা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাক, এটা চান না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
রাশিয়া–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বিবৃতির সর্বশেষটি দিয়েছেন মস্কোয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা। গত বৃহস্পতিবার মস্কোয় নিয়মিত ব্রিফিংয়ে তিনি শাহীনবাগের ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের কূটনীতিক বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার সুরক্ষার নামে ক্রমাগত দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। যুক্তরাজ্য ও জার্মানির কূটনীতিকেরাও আগামী সংসদ নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা ও অংশগ্রহণমূলক করার বিষয়ে বাংলাদেশকে প্রকাশ্যে পরামর্শ দিয়ে চলেছে।’
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১০ ডিসেম্বর ঢাকায় শাহীনবাগে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠনের আয়োজনে নিখোঁজ বিএনপির নেতার বাসায় যান। সেখানে ‘মায়ের কান্না’ নামের আরেকটি সংগঠনের তৎপরতার মুখে রাষ্ট্রদূতের নিরাপত্তার ক্ষেত্রে ‘অনিশ্চয়তা’ তৈরি হয়েছে বলে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের কাছে অভিযোগ করেছে।
মারিয়া জাখারোভা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি তাঁর (হাস) কর্মকাণ্ডের প্রত্যাশিত প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করে বলেন, ‘সার্বভৌম রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়।’ তিনি সেই সঙ্গে দূতাবাস পরিচালনা, নিরাপত্তা ও কূটনৈতিক দায়মুক্তির বিষয়ে ভিয়েনা সনদ মেনে চলার জন্য আহ্বান জানান।
এর আগে ঢাকায় রাশিয়ার দূতাবাস ২০ ডিসেম্বর এক বিবৃতিতে বলে, বাংলাদেশের মতো দেশগুলো বহিঃশক্তির চাপের মুখে নিজের জাতীয় স্বার্থ সংরক্ষণে বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতিমালা মেনে চলে। রাশিয়া এসব ক্ষেত্রে বাংলাদেশসহ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মনে চলে।
পরদিন এক টুইটে ঢাকায় মার্কিন দূতাবাস জানতে চায়, রাশিয়ার ওই নীতি ইউক্রেনের ক্ষেত্রে প্রযোজ্য কি না।
বিবাহবিচ্ছেদ হওয়া দম্পতিদের শিশুসন্তানদের অভিভাবকত্ব ও হেফাজত সম্পর্কে মামলাগুলো দীর্ঘ সময় ধরে চলা ‘দুঃখ ও হতাশাজনক এবং ন্যায়নীতির পরিপন্থী’ আখ্যায়িত করে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে পারিবারিক আদালতগুলোকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে এক শিক্ষিকার রিট আবেদনের সূত্র ধরে দেওয়া উচ্চ আদালতের...
১৫ মিনিট আগেজাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি তরুণদের জন্যও কোটা চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সংস্কার কমিশন এঁদের জন্য ১০ শতাংশ মনোনয়নের সুযোগ রাখার সুপারিশ করেছে।
১৬ মিনিট আগেঅমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার বিকেল ৩টায়। প্রধান উপদেষ্টা মেলা দেখে যেতে যেতে সাড়ে ৪টা। কিন্তু দর্শনার্থী আর পাঠক আগেই হাজির মেলা ফটকে। নতুন বইয়ের গন্ধ নিতে আর যেন তর সইছিল না। অনুমতি মিলতেই হুড়মুড় করে ঢুকে পড়লেন সবাই।
৯ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে অমর একুশে বইমেলা-২০২৫-এর উদ্বোধন করেছেন। এ উপলক্ষে ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় নিয়ে এসেছে ‘নতুন বাংলাদেশ’ গড়ার ইস্পাত-কঠোর প্রতিজ্ঞা। তাই মহান আত্মত্যাগের মাধ্যমে
১২ ঘণ্টা আগে