নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বজুড়েই দাপট কমছে নভেল করোনাভাইরাসের। এক সময়ে যেখানে দৈনিক শনাক্ত রোগী ৩০ লাখ ছাড়িয়ে যেত, এখন দুই-তৃতীয়াংশ কমেছে, প্রাণহানিও কমেছে প্রত্যাশিত মাত্রায়। যদিও ইউরোপ ও লাতিন আমেরিকার কিছু দেশে এখনো ভাইরাসটির সংক্রমণ উচ্চমুখী। হঠাৎ করে চীনেও সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। তবে আগের মতো প্রাণঘাতী নয়।
বাংলাদেশসহ অনেক দেশেই এখন করোনাভাইরাস সংক্রমণ নিম্নমুখী ধারায় রয়েছে। গত পাঁচ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) শনাক্ত রোগী প্রায় অর্ধেকে নেমেছে। এদিন ২৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে টানা ১৫ দিন শনাক্তের সংখ্যা শতকের নিচে থাকল।
গত একদিনে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ। সব মিলিয়ে দেশে কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৩ জনে।
সর্বশেষ গত ৪ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে গত ২৪ ঘণ্টা পর্যন্ত টানা পাঁচ দিন ধরে মৃত্যুশূন্য দিন পার করছে বাংলাদেশ। ফলে মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৩ জন রয়ে গেছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। চীনের বাইরে সর্বপ্রথম করোনা হানা দেয় ইউরোপের দেশ ইতালিতে। সেখান থেকেই ফেরত তিনজনের মাধ্যমে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রবেশ করে করোনাভাইরাস। এরপর দ্রুত সংক্রমণ বাড়তে থাকে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
গত বছরের ফেব্রুয়ারিতে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে ব্যাপকভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় পরের মাসেই পরিস্থিতি আবারও জটিল হতে থাকে। এই সময় ডেলটা ধরনের প্রকোপে সংক্রমণ ও মৃত্যুর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। বছরের শেষ নাগাদ এ ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণে আসে। এর পরপরই নতুন আতঙ্ক নিয়ে হাজির হয় আফ্রিকার ধরন ওমিক্রন। অত্যন্ত সংক্রমণ সক্ষম ধরনটি অবশ্য অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে।
বিশ্বজুড়েই দাপট কমছে নভেল করোনাভাইরাসের। এক সময়ে যেখানে দৈনিক শনাক্ত রোগী ৩০ লাখ ছাড়িয়ে যেত, এখন দুই-তৃতীয়াংশ কমেছে, প্রাণহানিও কমেছে প্রত্যাশিত মাত্রায়। যদিও ইউরোপ ও লাতিন আমেরিকার কিছু দেশে এখনো ভাইরাসটির সংক্রমণ উচ্চমুখী। হঠাৎ করে চীনেও সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। তবে আগের মতো প্রাণঘাতী নয়।
বাংলাদেশসহ অনেক দেশেই এখন করোনাভাইরাস সংক্রমণ নিম্নমুখী ধারায় রয়েছে। গত পাঁচ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) শনাক্ত রোগী প্রায় অর্ধেকে নেমেছে। এদিন ২৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে টানা ১৫ দিন শনাক্তের সংখ্যা শতকের নিচে থাকল।
গত একদিনে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ। সব মিলিয়ে দেশে কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৩ জনে।
সর্বশেষ গত ৪ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে গত ২৪ ঘণ্টা পর্যন্ত টানা পাঁচ দিন ধরে মৃত্যুশূন্য দিন পার করছে বাংলাদেশ। ফলে মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৩ জন রয়ে গেছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। চীনের বাইরে সর্বপ্রথম করোনা হানা দেয় ইউরোপের দেশ ইতালিতে। সেখান থেকেই ফেরত তিনজনের মাধ্যমে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রবেশ করে করোনাভাইরাস। এরপর দ্রুত সংক্রমণ বাড়তে থাকে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
গত বছরের ফেব্রুয়ারিতে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে ব্যাপকভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় পরের মাসেই পরিস্থিতি আবারও জটিল হতে থাকে। এই সময় ডেলটা ধরনের প্রকোপে সংক্রমণ ও মৃত্যুর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। বছরের শেষ নাগাদ এ ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণে আসে। এর পরপরই নতুন আতঙ্ক নিয়ে হাজির হয় আফ্রিকার ধরন ওমিক্রন। অত্যন্ত সংক্রমণ সক্ষম ধরনটি অবশ্য অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে।
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে প্রতিক্রিয়াটি তুলে ধরা
২০ মিনিট আগেএস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১ হাজার ৬ বিঘা জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৩৯ মিনিট আগেঅগাস্টে দেশে ফেরার পর মুহাম্মদ ইউনূসের সামনে ছিল এক ভয়াবহ বাস্তবতা। ঢাকার রাস্তায় তখনও রক্তের দাগ শুকায়নি। মর্গে স্তূপ হয়ে থাকা শত শত লাশের গায়ে পুলিশের গুলির চিহ্ন। ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্রদের নেতৃত্বে এক গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। জনগণের প্রতিশোধের ভয়ে দেশ ছেড়ে পালান তিনি।
১ ঘণ্টা আগেনেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, স্ত্রী ইসমত আরা মিনু, দুই কন্যা সুমাইয়া মৌরমি ইফতি ও সাইবা মৌরমি ইশমা এবং ছেলে ইবনাম ইফতিকারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে