Ajker Patrika

পায়রা সেতুর উদ্বোধন ২৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০৯: ০১
পায়রা সেতুর উদ্বোধন ২৪ অক্টোবর

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর নির্মিত পায়রা সেতু বা লেবুখালী সেতু আগামী ২৪ অক্টোবর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এদিন আনুষ্ঠানিকভাবে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সেতুটির উদ্বোধন করবেন। 

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্র জানায়, এরই মধ্যে সেতুর সব কাজ শেষ হয়ে গেছে। সেতু উদ্বোধনের জন্য প্রস্তুত। আগামী ২৪ অক্টোবর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়েই যান চলাচলের জন্য সেতু চালু হয়ে যাবে। এর আগে গত ৫ অক্টোবর 'পায়রা সেতুর উদ্বোধন চলতি মাসেই' শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। 

পায়রা সেতু চালু হলে বরিশাল থেকে এক ঘণ্টায় যাওয়া যাবে পটুয়াখালী ও নির্মাণাধীন পায়রা সমুদ্রবন্দরে এবং  কুয়াকাটায় যেতে সময় লাগবে দুই থেকে তিন ঘণ্টা। সেতু চালু হওয়ার পরে বরিশাল থেকে কুয়াকাটায় যেতে থাকবে না আর কোনো ফেরির ব্যবহার। ফলে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ কমে আসবে। একই সঙ্গে পটুয়াখালী-কুয়াকাটার সঙ্গে বরিশালসহ সারা দেশের সড়কপথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। 

পায়রা সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৪৭০ মিটার। পুরো সেতুতে ৩১টি পিলারের ওপর বসানো হয়েছে ৩২টি স্প্যান। যার ওপর দিয়েই চলাচল করতে পারবে সব ধরনের যানবাহন। সেতুতে যানাবাহন চলাচলে দিতে হবে টোল। চট্টগ্রামের কর্ণফুলী সেতুর আদলে এক্সট্রা ডোজ কেব্‌ল সিস্টেমে তৈরি করা হয়েছে এই সেতু। 

এদিক ২০১২ সালের ৮মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রকল্পটি সরকার অনুমোদন দেয়। সে সময় ৪১৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে সেতুর নির্মাণকাজ ২০১৬ সালের ডিসেম্বরে মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু প্রকল্পের পরামর্শক নিয়োগ ও দরপত্রের কাজে দেরি হওয়ায় ২০১৬ সালের জুনের আগে কাজ শুরু করতে পারেনি প্রকল্প কর্তৃপক্ষ। ফলে প্রথমবার এ কাজের মেয়াদ বাড়ানো হয় ২০১৭ সালের জুন পর্যন্ত। পরে দ্বিতীয় দফায় ২০২১ সালের এপ্রিলের মধ্যে কাজ শেষ করার লক্ষ নির্ধারিত হয়। সবশেষ নতুন করে ২০২২ সালের জুন পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের মেয়াদ বেড়েছে। গত ৯ বছরে এই প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৭ কোটি টাকা। 

কুয়েত ফান্ড আর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে সেতুর নির্মাণকাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লনজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত