Ajker Patrika

২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হাজার পেরিয়েছে, একজনের মৃত্যু

নিজম্ব প্রতিবেদক, ঢাকা
২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হাজার পেরিয়েছে, একজনের মৃত্যু

দেশে আবার করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি মাসের ৩ তারিখ থেকে ধারাবাহিকভাবে করোনাভাইরাস শনাক্তের হার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৩৫ জনের শরীরে ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জন। এসময়ে করোনায় আরও একজন মারা গেছেন। ফলে করোনায় দেশে মোট মৃত্যুসংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৩৪ জন। 

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১ হাজার ১৩৫ জনের মধ্যে ঢাকা মহানগরেই শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৯ জন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন। মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন। 

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। যেখানে গতকাল শনাক্তের হার ছিল ১১ দশমিক ০৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। মৃত্যুপুরীতে পরিণত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের প্রথম খবর জানানো হয় ২০২০ সালের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ওই বছরের ১৮ মার্চ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত