Ajker Patrika

ইইউতে যাচ্ছে সংসদের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইইউতে যাচ্ছে সংসদের প্রতিনিধি দল

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংসদের আমন্ত্রণে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাচ্ছে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে পাঁচ সদস্যের দলটির আজ সোমবার রাতেই ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ফারুক খান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, আব্দুস সালাম মূর্শেদী, অপরাজিতা হক ও জাতীয় পার্টির সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল। 

মুহাম্মদ ফারুক খান আজকের পত্রিকাকে বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলসে যাচ্ছি। তিন দিনের এ সফরে অনুষ্ঠিত বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। ইইউ ও বাংলাদেশের সম্পর্কের মাধ্যমে কী কী উন্নতি হয়েছে সেগুলো ছাড়াও কোনো চ্যালেঞ্জ থাকলে তা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নে করণীয় নিয়েও কথা হতে পারে। 

ইইউ বাংলাদেশের বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার। দেশের রপ্তানি বাণিজ্যের ৫২ শতাংশ ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে হয়। অস্ত্র ছাড়া সবকিছুই শুল্ক মুক্তভাবে বাংলাদেশ রপ্তানি করতে পারে। ইইউ’র সংসদীয় সমিতির সভাগুলি ব্রাসেলসে অনুষ্ঠিত হয়।

আগামী নির্বাচন ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে জানান ফারুক খান। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে যদি কোনো কথা বলে তারা তাহলে সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। কারণ আমরা বাংলাদেশে একটি ভালো নির্বাচন চাই। এটা তারও চায়।’ 

তিন দিনের এ সফর শেষে প্রতিনিধি দলের সদস্যদের ১০ ডিসেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত