Ajker Patrika

এবারের নববর্ষের শোভাযাত্রা রাজনৈতিক নয়: ফারুকী

ঢাবি সংবাদদাতা
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ছবি: সংগৃহীত
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

এবারের নববর্ষের শোভাযাত্রা রাজনৈতিক নয় মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বিগত সময়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এ শোভাযাত্রাকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করেছে। এবার আমরা শুধু ফ্যাসিবাদের মুখাবয়ব ব্যবহার করেছি। এখানে ফ্যাসিস্ট অশুভ শক্তি, কোনো রাজনীতির অংশ নয়।

আজ সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

এ বছর নববর্ষের শোভাযাত্রার নাম ‘মঙ্গল শোভাযাত্রা’র পরিবর্তে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করা হয়েছে। পরিবর্তিত এ নাম চাপিয়ে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন উঠে। এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বরং আগেই চাপিয়ে দেওয়া হয়েছিল। যশোরে এর শুরু হয় তখন এর নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা। সেখান থেকে ঢাকায় আসার পর নাম হয় আনন্দ শোভাযাত্রা। এরপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে আগের নামে ফিরে যাবে।

উপদেষ্টা আরও বলেন, ‘এটা আসলে বাঙালির প্রাণের উৎসব আর নেই, অনেক দিন ধরে এটাকে আমরা বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। এটা এখন বাংলাদেশের প্রাণের উৎসব। বাঙালি, চাকমা, মারমা, গারোসহ নানা জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে। এ জন্য আমরা এটাকে বাংলাদেশের উৎসব হিসেবে পালন করা শুরু করলাম।’

ফারুকী আরও বলেন, ‘আমি মনে করি, নববর্ষের এ উদ্‌যাপন বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের একটি বড় ধাপ। আমরা হয়তো ২০-৩০ বছর পর থাকব না, কিন্তু আজকের বছরটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘দেশের সব জনগোষ্ঠী, ঐতিহ্য-আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য সবকিছুর মিশ্রণ এখানে দেখা যায়। তবে টিপিক্যাল রাজনীতির কিছু এখানে নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত