Ajker Patrika

জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান পালনে প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ ১৬ কোটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৬: ১২
জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান পালনে প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ ১৬ কোটি

‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান’ পালন উপলক্ষে মাঠপর্যায়ের দপ্তরগুলোতে ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। গতকাল বুধবার এই বরাদ্দ ও মঞ্জুরি আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বরাদ্দ ও মঞ্জুরি আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান’ পালন উপলক্ষে মোট ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ ও মঞ্জুরি প্রদান করা হলো। সংশ্লিষ্ট দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তাগণকে উল্লিখিত অর্থ ব্যয় করার ক্ষমতা প্রদান করা হলো।

আরও বলা হয়, এ অর্থ হতে প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান’ পালন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে অর্থ ব্যয় করা যাবে না। যেকোনো প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত