Ajker Patrika

বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে নৌ প্রতিমন্ত্রীর প্রশংসায় জাপার সাংসদেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৭: ৩১
Thumbnail image

প্রভাবশালী ব্যক্তিদের চাপ উপেক্ষা করে বুড়িগঙ্গা নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর প্রশংসা করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সাংসদেরা। জাপার সাংসদেরা সাহসিকতার সাথে অবৈধ দখলদার উচ্ছেদ করে নদীর জমি সরকারের দখলে নিয়ে আসার জন্য এ ধন্যবাদ জানান। 

সোমবার জাতীয় সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১ উত্থাপন করলে বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা এমন কথা বলেন। আলোচনা শেষে বিলটি সংসদে পাসের প্রস্তাব করা হয়। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

বুড়িগঙ্গা নদীর তীরভূমি উদ্ধারে নৌ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘বুড়িগঙ্গা নদীর দখলদারদের মধ্যে সরকারি দলের অনেকেই ছিল। তিনি তাদের সমস্ত কিছু উপেক্ষা করে অনেক স্থায়ী স্থাপনা ভেঙে সরকারের আয়ত্বে এনেছেন। সেই জন্য ওনাকে ধন্যবাদ জানানো প্রয়োজন। আমরা শুধু সমালোচনা না, ভালো কাজের জন্য ধন্যবাদও দিয়ে থাকি।’ 

পীর ফজলুর রহমান বলেন, নৌ প্রতিমন্ত্রী বুড়িগঙ্গার দখল হয়ে যাওয়া ভূমি উদ্ধারে অন্তত সাহসের পরিচয় দিয়েছেন এবং সততার সঙ্গে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন।

সংরক্ষিত নারী আসনের সাংসদ রওশন আরা মান্নান বলেন, বুড়িগঙ্গা দখলমুক্ত করা হয়েছে। কিন্তু এটা আবার দখল হয়ে যেতে পারে। এত কষ্ট করে দখলমুক্ত করা হয়েছে, এটা যেন আর দখল না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। একসময় বুড়িগঙ্গায় নৌবিহার হতো, এটা যদি এই সরকারের সময় আবার চালু হয় তাহলে ভালো হবে। 

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘গত ১৩ বছরে ২৬টি ঈদ হয়েছে। আমরা যারা সড়ক ও বিমানে বাড়ি গিয়েছি কয়েক গুণ বেশি ভাড়া দিয়েছি এবং যানজটে পড়েছি। বিকল্প সমাধান অধিকসংখ্যক বিমানবন্দর ও নৌচ্যানেল তৈরি করা। বর্তমান নৌ প্রতিমন্ত্রী অনেকগুলো নৌ চ্যানেল বের করেছেন, উদ্ভাবনী শক্তি দেখাচ্ছেন। তবে এটা আরও অনেক গুণ প্রয়োজন।

২০১৯ সালের ২৯ জানুয়ারি বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা নদীর দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে অভিযানে নামে বিআইডব্লিউটিএ। নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা নদীবন্দর এলাকার অধীনে ২১০ দশমিক ৫৭ একর ও নারায়ণগঞ্জ নদীবন্দর এলাকার অধীনে ৯০ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত