নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো কোনো নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেওয়া বাধ্যতামূলক করে কারিগরি ত্রুটি এড়াতে শেষ সময়ের অপেক্ষা না করে আগে আগে জমা দিতে প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ সোমবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ইসি জানায়, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইন ব্যতীত কোনোভাবেই মনোনয়নপত্র দাখিল করা যাবে না।
প্রথম ধাপের নির্বাচন ৮ মে অনুষ্ঠিত হবে। এই ধাপের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে শেষ দিনের অপেক্ষা না করে আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রার্থীদের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি জমা নেওয়ার পাশাপাশি অনলাইনেও জমা দেওয়ার ব্যবস্থা করেছিল কমিশন। অনলাইনে মনোনয়নপত্র জমা নিতে ইসির ব্যাপক উৎসাহ থাকলে প্রার্থীদের কাছ থেকে তেমন সাড়া মেলেনি। অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন মাত্র ২১ প্রার্থী। তবে বাছাইয়ে পর বৈধ প্রার্থী হিসেবে মাত্র দুজন (ঝালকাঠি-১ আসনে বিএনপি ত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মুহাম্মদ শাজাহান ওমর এবং ফেনী-২ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন ভূঞা) টিকে ছিলেন।
প্রথম ধাপের ১৫২ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে ইভিএমে ২২টি এবং ব্যালটের মাধ্যমে ১৩০ উপজেলায় ভোট হবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে প্রথম ধাপে ৮ মে ১৫২টি, দ্বিতীয় ধাপে ২৩ মে ১৬৫, তৃতীয় ধাপে ২৯ মে ১১১ ও চতুর্থ ধাপে ৫ জুন ৫২টি উপজেলায় ভোট হবে। বাকিগুলোতে পরবর্তীকালে ভোট করবে কমিশন।
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো কোনো নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেওয়া বাধ্যতামূলক করে কারিগরি ত্রুটি এড়াতে শেষ সময়ের অপেক্ষা না করে আগে আগে জমা দিতে প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ সোমবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ইসি জানায়, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইন ব্যতীত কোনোভাবেই মনোনয়নপত্র দাখিল করা যাবে না।
প্রথম ধাপের নির্বাচন ৮ মে অনুষ্ঠিত হবে। এই ধাপের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে শেষ দিনের অপেক্ষা না করে আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রার্থীদের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি জমা নেওয়ার পাশাপাশি অনলাইনেও জমা দেওয়ার ব্যবস্থা করেছিল কমিশন। অনলাইনে মনোনয়নপত্র জমা নিতে ইসির ব্যাপক উৎসাহ থাকলে প্রার্থীদের কাছ থেকে তেমন সাড়া মেলেনি। অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন মাত্র ২১ প্রার্থী। তবে বাছাইয়ে পর বৈধ প্রার্থী হিসেবে মাত্র দুজন (ঝালকাঠি-১ আসনে বিএনপি ত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মুহাম্মদ শাজাহান ওমর এবং ফেনী-২ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন ভূঞা) টিকে ছিলেন।
প্রথম ধাপের ১৫২ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে ইভিএমে ২২টি এবং ব্যালটের মাধ্যমে ১৩০ উপজেলায় ভোট হবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে প্রথম ধাপে ৮ মে ১৫২টি, দ্বিতীয় ধাপে ২৩ মে ১৬৫, তৃতীয় ধাপে ২৯ মে ১১১ ও চতুর্থ ধাপে ৫ জুন ৫২টি উপজেলায় ভোট হবে। বাকিগুলোতে পরবর্তীকালে ভোট করবে কমিশন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, এলসা (ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট) একটি মোবাইল অ্যাপ, যা এআই প্রযুক্তি ব্যবহার করে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারীদের উচ্চারণ ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা বাড়াতে সাহায্য করে। ২০১৫ সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই অ্যাপ...
৪৪ মিনিট আগেআইএসপিআর জানিয়েছে, এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ মহড়ার মূল উদ্দেশ্য আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রস্তুতি জোরদার করা।
১ ঘণ্টা আগেঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুর ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে পৌঁছেছে।
৯ ঘণ্টা আগেগোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকদের হামলার পর সংঘর্ষ ও গুলিতে ৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) একটি প্রাথমিক তথ্যানুসন্ধান চালিয়েছে। পরিস্থিতি সামলাতে সেখানে গুরুতর...
৯ ঘণ্টা আগে