Ajker Patrika

জুলাই শহীদদের গেজেটে আরও ১০ নাম

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৭: ৪৪
ফাইল ছবি
ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে ১০ জন শহীদের নাম গেজেটে প্রকাশ করেছে সরকার। গতকাল সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে।

এর আগে গত ১৫ জানুয়ারি গণ-অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের নামে গেজেট প্রকাশ করে সরকার। নতুন ১০ জনকে নিয়ে গণ-অভ্যুত্থানে ৮৪৪ জন শহীদের নাম গেজেট আকারে প্রকাশ করা হলো। শহীদদের নামের সঙ্গে গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জেলা ও বিভাগ প্রকাশ করা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা ছাড়াও পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং তাদের পুনর্বাসনে কর্মসূচি নিয়েছে সরকার।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধনের দাবিতে গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এই আন্দোলন তীব্র আকার ধারণ করলে গত বছরের ২৩ জুলাই কোটা পদ্ধতি সংশোধন করে ৭ শতাংশ পদে কোটা এবং ৯৩ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগের বিধান রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার। কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে ডাক দেয়। এবং গত বছরের ৫ আগস্ট সরকারের পতন হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত