Ajker Patrika

ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১০: ৫১
ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে

বাংলাদেশ থেকে ভূমধ্যসাগরের বিভিন্ন পথ দিয়ে অবৈধভাবে গত বছরের তুলনায় চলতি ২০২২ সালে বেশি মানুষ ইউরোপে প্রবেশ করেছেন।

ইউরোপীয় সীমান্ত ও উপকূল প্রহরা সংস্থা ফ্রন্টেস্ক চলতি বছরের প্রথম আট মাসে ভূমধ্যসাগর অঞ্চলের পাঁচটি রুটে বাংলাদেশিদের ১০ হাজার ৩৭৬ বার ইউরোপে অনুপ্রবেশের ঘটনা শনাক্ত করেছে। গত বছরের একই সময়ে বাংলাদেশের নাগরিকদের ইউরোপে অনুপ্রবেশের ৮ হাজার ৫২৩টি ঘটনা শনাক্ত করেছিল সংস্থাটি। 

ফ্রন্টেস্কের তথ্য অনুযায়ী, অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় বাংলাদেশের মানুষের বেশির ভাগ মধ্য ভূমধ্যসাগর রুট ব্যবহার করেছে। চলতি ২০২২ সালের নভেম্বর পর্যন্ত এই রুটে বাংলাদেশ, মিসর, তিউনিসিয়া ও সিরিয়াসহ বিভিন্ন দেশের মানুষের ইউরোপে প্রবেশের ৯৩ হাজার ৮০৫টি ঘটনা শনাক্ত করা গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৯ শতাংশ বেশি। 

বিষয়টি গত নভেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপেও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তুলেছেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। 

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে চলতি ২০২২ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ২০ হাজার ৭০০ নাগরিক বেআইনিভাবে ইউরোপে প্রবেশ করেছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজকের পত্রিকাকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে বেআইনিভাবে অবস্থান করা নাগরিকদের ফেরাতে জোটটির সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক আছে। এর আওতায় নিয়মিত অবৈধ অভিবাসীদের দেশে ফেরানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত