Ajker Patrika

সংবিধানে না থাকা ‘অন্তর্বর্তীকালীন সরকার’ নিয়ে কী বলছেন আইনজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ২৩: ৩৩
Thumbnail image

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গতকাল সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর আজ মঙ্গলবার সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। 

তবে বর্তমান সংবিধানে এমন কোনো সরকারের বিধান নেই। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল। তবে উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে তা বাতিল করে আওয়ামী লীগ সরকার। বিএনপি–জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি থাকলেও আওয়ামী লীগ তা পুনর্বহাল করেনি। 

তাই এখন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নানা আইনি আলোচনা শুরু হয়েছে। আইনজ্ঞরা বলছেন, সংবিধানে না থাকলেও বাস্তবতার প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। তবে আগামী নির্বাচনের পর গঠিত সংসদকে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের নেওয়া পদক্ষেপগুলোকে অনুমোদন দিতে হবে। 

সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ আজকের পত্রিকাকে বলেন, এখন তো গণ-অভ্যুত্থান হয়েছে। তাই অভ্যুত্থানে যাঁরা আসবেন, তাঁরা যেভাবে বলবেন সেভাবে করা যাবে। তবে পরবর্তী সংসদে বিষয়টি অনুমোদন করতে হবে। 

সংবিধানের ১২৩ (৩) (ক) অনুচ্ছেদে বলা আছে, মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে ভেঙে যাওয়ার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে। ১২৩ (৩) (খ) অনুচ্ছেদে বলা আছে, মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে শর্ত থাকে যে, এই দফার (ক) উপ-দফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা ওই উপ-দফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করবেন না। 

এ ব্যাপারে ব্যারিস্টার অনিক আর হক আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টি সংবিধানে না থাকলেও এটি ডকট্রিন অব নেসেসিটি। তাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে কোনো বাধা নেই। তবে পরবর্তী সংসদে এটি অনুমোদিত হতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত