Ajker Patrika

স্বাস্থ্য উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২৫, ১৯: ৪০
বর্তমান পিএ মাহমুদুল হাসান, উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক পিএ মো. তুহিন ফারাবী। ছবি: সংগৃহীত
বর্তমান পিএ মাহমুদুল হাসান, উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক পিএ মো. তুহিন ফারাবী। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ থাকায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) মো. তুহিন ফারাবী ও বর্তমান পিএ মাহমুদুল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক নুর আলম সিদ্দিকী তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবী ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে জানা যায়, মুহাম্মদ তুহিন ফারাবী ও মো. মাহমুদুল হাসানের অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাঁরা বিদেশে পালিয়ে গেলে দুর্নীতির রেকর্ডপত্র ও সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

ভল্ট থেকে উইন্ডো গ্রুপের কোটি টাকা চুরি, ডেপুটি ম্যানেজারসহ গ্রেপ্তার ২

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত