জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীকে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক আদেশে গতকাল বৃহস্পতিবার তাঁকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে পদায়ন করা হয়।
অধ্যাপক ওয়াদুদ ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।
অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী ১৯৬৫ সালের ২৫ অক্টোবর সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তীকালে গোল্ড মেডেলসহ কৃতিত্বের সঙ্গে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস ও কার্ডিওলজিতে (এমডি) স্নাতকোত্তর সম্পন্ন করেন।
অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পেশাদার সংগঠনের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এবং বাংলাদেশ ইন্টারভেনশনাল কার্ডিওলজি সোসাইটির সহসভাপতি এবং ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির সদস্য।
তিনি বাংলাদেশে ইকোকার্ডিওগ্রাফি, হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট এবং হাইপারটেনশন চিকিৎসার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ ছাড়া তিনি চিকিৎসক ও গবেষকদের পেশাগত উন্নয়নমূলক সংগঠন ‘আইপিডিআই ফাউন্ডেশন’–এর চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।
জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীকে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক আদেশে গতকাল বৃহস্পতিবার তাঁকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে পদায়ন করা হয়।
অধ্যাপক ওয়াদুদ ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।
অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী ১৯৬৫ সালের ২৫ অক্টোবর সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তীকালে গোল্ড মেডেলসহ কৃতিত্বের সঙ্গে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস ও কার্ডিওলজিতে (এমডি) স্নাতকোত্তর সম্পন্ন করেন।
অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পেশাদার সংগঠনের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এবং বাংলাদেশ ইন্টারভেনশনাল কার্ডিওলজি সোসাইটির সহসভাপতি এবং ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির সদস্য।
তিনি বাংলাদেশে ইকোকার্ডিওগ্রাফি, হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট এবং হাইপারটেনশন চিকিৎসার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ ছাড়া তিনি চিকিৎসক ও গবেষকদের পেশাগত উন্নয়নমূলক সংগঠন ‘আইপিডিআই ফাউন্ডেশন’–এর চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার পর ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য আইন সংশোধন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে গত ২৫ মার্চ গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনে ধর্ষণের বিচারের সময়সীমা কমিয়ে ৯০ কার্যদিবসে...
৭ ঘণ্টা আগেপ্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যু তুলে ধরে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ তোলে পাকিস্তান। তবে বাংলাদেশের বিবৃতিতে এই ইস্যুর উল্লেখ না থাকলেও ঢাকা একাত্তরের গণহত্যা, ক্ষতিপূরণসহ একাধিক ঐতিহাসিক বিষয় উত্থাপন করে। বৈঠকে সার্ক পুনরুজ্জীবন এবং
১১ ঘণ্টা আগেবিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
১৩ ঘণ্টা আগেনারীর প্রতি বৈষম্য দূর করতে নারীবিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, সেসব দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
১৪ ঘণ্টা আগে