Ajker Patrika

অনলাইনে কেনা টিকিট ফেরত নেবে না রেলওয়ে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৮: ৩১
অনলাইনে কেনা টিকিট ফেরত নেবে না রেলওয়ে 

ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর লকডাউন শিথিল করেছে সরকার। ঈদে যাত্রী পরিবহনে চলবে ট্রেন। টিকিট বিক্রি হবে অনলাইনের ও মোবাইল অ্যাপসে। তবে অনলাইনে কেনা অগ্রিম টিকিট ফেরত নেবে না রেল কর্তৃপক্ষ। 

বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (অপারেশন) মো. রেজাউল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। 

নির্দেশনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থাকে জানানো হয়, ১৫ জুলাই থেকে চলা কোন ট্রেনের সাপ্তাহিক ছুটি থাকবে না। ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে। যাত্রার ৫ দিন আগের টিকিট কাটা যাবে অনলাইনে। আন্তনগর সকল ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রিও বন্ধ থাকবে। 

তা ছাড়া, আন্তনগর ট্রেনে কাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হবে। টিকিট কালোবাজারি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। টিকিট কালোবাজারির সঙ্গে কোন কর্মচারী জড়িত থাকলে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। কমিউটার ও মেইল এক্সপ্রেস ট্রেনের টিকিট স্বাস্থ্যবিধি মেনে কাউন্টার হতে বিক্রি হবে। প্ল্যাটফর্মে প্রবেশকালে যাত্রীদের অবশ্যই মাস্ক পরতে হবে। প্রতিটি কোচ ও ইঞ্জিন চলাচলের পূর্বে স্বাস্থ্যবিধি মোতাবেক জীবাণুমুক্ত করতে হবে। 

কঠোর লকডাউনের কারণে গত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সারা দেশের সঙ্গে ট্রেন বন্ধ রেখেছিল সরকার। তবে পণ্য পরিবহনে পণ্যবাহী ট্রেন ও আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চলাচল অব্যাহত ছিলো। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত