নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বর্তমানে বিশুদ্ধ শাক পাওয়া যায় না। পরিবেশ দূষণের কারণে এবং নানা আধুনিক কৃষিতে কীটনাশক ও আগাছানাশক ব্যবহারের কারণে শাক পেলেও তা খাওয়ার উপযোগী থাকে না। কারণ সেটা বিষাক্ত হয়ে যায়। যদি পরিবেশকে বিষমুক্ত করা যায়, তাহলে শাকগুলো আমরা সবাই খেতে পারব।
আজ রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ‘বাংলার উৎসব ১৪৩২: চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদ্যাপন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আরও ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।
বিষমুক্ত শাকসবজি নিশ্চিত করার আহ্বান জানিয়ে ফরিদা আখতার বলেন, ‘গরিব মানুষ এই শাক খেয়ে বেঁচে থাকে। আমরা যে বলি, জিনিসপত্রের দাম বাড়ার পর গরিব মানুষ শেষ পর্যন্ত কেমন করে বেঁচে আছে। আর তারা কিন্তু পুষ্টিটা এই শাক থেকেই পায়। আর সে কারণেই তারা বেঁচে আছে।’
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাংলাদেশে এই প্রথম সরকারিভাবে চৈত্র সংক্রান্তি পালিত হচ্ছে। গ্রামবাংলার যত ধরনের আয়োজন ও বৈচিত্র্য সংস্কৃতি তা এই চৈত্র সংক্রান্তিতে দেখা যায়। পাশাপাশি এর সঙ্গে যুক্ত করা হয়েছে বৈশাখের অনুষ্ঠান। আমাদের গ্রামবাংলায় এই দুইটি উৎসবকে এক সঙ্গে পালন করা হয়।
উপদেষ্টা আরও বলেন, এই উৎসবের দিন সাধারণত বিভিন্ন পদের শাক দিয়ে তরকারি তৈরি করার প্রচলন আছে। এদিক কোনো প্রকার আমিষ খাওয়া হয় না।
চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী ১৪ রকমের শাকের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, চৈত্র সংক্রান্তি পালন করতে গিয়ে শাক খুঁজে পেতে যেন আমাদের বেগ পেতে না হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বর্তমানে বিশুদ্ধ শাক পাওয়া যায় না। পরিবেশ দূষণের কারণে এবং নানা আধুনিক কৃষিতে কীটনাশক ও আগাছানাশক ব্যবহারের কারণে শাক পেলেও তা খাওয়ার উপযোগী থাকে না। কারণ সেটা বিষাক্ত হয়ে যায়। যদি পরিবেশকে বিষমুক্ত করা যায়, তাহলে শাকগুলো আমরা সবাই খেতে পারব।
আজ রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ‘বাংলার উৎসব ১৪৩২: চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদ্যাপন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আরও ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।
বিষমুক্ত শাকসবজি নিশ্চিত করার আহ্বান জানিয়ে ফরিদা আখতার বলেন, ‘গরিব মানুষ এই শাক খেয়ে বেঁচে থাকে। আমরা যে বলি, জিনিসপত্রের দাম বাড়ার পর গরিব মানুষ শেষ পর্যন্ত কেমন করে বেঁচে আছে। আর তারা কিন্তু পুষ্টিটা এই শাক থেকেই পায়। আর সে কারণেই তারা বেঁচে আছে।’
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাংলাদেশে এই প্রথম সরকারিভাবে চৈত্র সংক্রান্তি পালিত হচ্ছে। গ্রামবাংলার যত ধরনের আয়োজন ও বৈচিত্র্য সংস্কৃতি তা এই চৈত্র সংক্রান্তিতে দেখা যায়। পাশাপাশি এর সঙ্গে যুক্ত করা হয়েছে বৈশাখের অনুষ্ঠান। আমাদের গ্রামবাংলায় এই দুইটি উৎসবকে এক সঙ্গে পালন করা হয়।
উপদেষ্টা আরও বলেন, এই উৎসবের দিন সাধারণত বিভিন্ন পদের শাক দিয়ে তরকারি তৈরি করার প্রচলন আছে। এদিক কোনো প্রকার আমিষ খাওয়া হয় না।
চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী ১৪ রকমের শাকের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, চৈত্র সংক্রান্তি পালন করতে গিয়ে শাক খুঁজে পেতে যেন আমাদের বেগ পেতে না হয়।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক কাঠামোর সংস্কার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দিয়েছেন বলে সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে গতকাল বুধবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শক গতকাল গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জের ঘটনায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি পুলিশ। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও গুলির শব্দ শোনা গেছে। বেসরকারি সংস্থা আইন
৭ ঘণ্টা আগেসাময়িক বরখাস্তের পর রাষ্ট্রের গোপনীয় নথি ফাঁস করার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস পলিসি) মুকিতুল হাসানের বিরুদ্ধে এবার মামলা করা হয়েছে। গতকাল বুধবার আরেক দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-৪) বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন।
৭ ঘণ্টা আগেঢাকা টু বুড়িমারী ট্রেন চলাচলে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ...
৮ ঘণ্টা আগে