Ajker Patrika

ঊর্ধ্বতনের হুকুমে কারচুপি করলেও ভিসা বন্ধ: মার্কিন দূতাবাস

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ মে ২০২৩, ০১: ৩৭
Thumbnail image

বাংলাদেশিদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে পরিবর্তন আনার পর কিছু সাধারণ জিজ্ঞাসার উত্তর দিয়েছে মার্কিন দূতাবাস। বুধবার রাতে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে।

বিধিনিষেধ কার বা কাদের জন্য প্রযোজ্য হবে এমন প্রশ্নের জবাবে বলা হয়েছে, এ নীতি বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। অন্য অনেকের সঙ্গে বাংলাদেশের বর্তমান বা সাবেক কর্মকর্তা-কর্মচারী, সরকারের সমর্থক এবং বিরোধী দলীয় সদস্যরা এর অন্তর্ভুক্ত থাকবেন। এমনকি এসব ব্যক্তিদের নিকটতম পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত।

দূতাবাসের কনস্যুলার সেবায় জড়িত এক কর্মকর্তা জানান, নিকটতম পরিবারের সদস্য হিসেবে মা, বাবা, স্ত্রী ও সন্তানদের বোঝানো হয়ে থাকে।

এই বিধিনিষেধ সরকার বা আওয়ামী লীগের দিকে নির্দেশ করছে কি-না এ প্রশ্নের জবাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যারা অপরাধ করবে তাদের প্রসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য হবে।

এই বিধিনিষেধ ১৪ মে রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা হ্রাসের ঘোষণার প্রতিশোধ কি না এ প্রশ্নের জবাবে বলা হয়েছে, এ ঘটনার আগেই ৩ মে বিধিনিষেধের বিষয়টি বাংলাদেশ সরকারকে জানায় দূতাবাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত