Ajker Patrika

সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও ভোটের আগে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধ করবে না সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৮: ৪৫
সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও ভোটের আগে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধ করবে না সরকার

নির্বাচনে প্রভাব পড়ার আশঙ্কায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মহাসড়কে ভটভটি, নছিমন ও করিমনের মতো দুর্ঘটনাপ্রবণ যান চলাচল বন্ধের দিকে যাবে না সরকার। বর্তমান সরকার আবারও ক্ষমতায় এলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। তবে এসব যান চলাচল বন্ধের নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের।

২০২২ সালের ৪ এপ্রিল দেশের মহাসড়কে ব্যাটারিচালিত থ্রি-হুইলার ইজিবাইক চলাচল থেকে বিরত রাখতে আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। তবে এখনো বন্ধ হয়নি।

আজ রোববার অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যবিবরণী সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, নির্বাচনের আগে এসব যান বন্ধের দিকে যাবে না সরকার। কমিটির ১৯তম বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। আজ অনুষ্ঠিত ২০তম বৈঠকে ওই আলোচনার বিষয়টি কার্যবিবরণী আকারে উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, ১৯তম বৈঠকে কমিটির সদস্য ও সরকারদলীয় সংসদ সদস্য আবু জাহিদ আগের বৈঠকে নছিমন-করিমন বন্ধের প্রসঙ্গটি তোলেন। তিনি মহাসড়কে নছিমন, করিমন ও তিন চাকার যানবাহন চলাচল বন্ধের জন্য জেলা প্রশাসক ও পুলিশ বিভাগের অংশগ্রহণের কথা পুনর্ব্যক্ত করেন। জবাবে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে এ ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। নির্বাচনে প্রভাব পড়ার আশঙ্কায় জনপ্রতিনিধিরাই চান না নছিমন-করিমন চলাচল বন্ধ হোক। সবার সহযোগিতা পেলে এবং দল ক্ষমতায় আসলে পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমিটির সভাপতি রওশন আরা মান্নান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি আলোচনার এজেন্ডায় ছিল না। অনির্ধারিত আলোচনার অংশ হিসেবে উঠেছিল। বৈঠকে এ বিষয়ে কোনো সুপারিশ আসেনি।

এর আগে সংসদীয় কমিটি একাধিকবার মহাসড়ক থেকে এসব যান বন্ধের সুপারিশ করেছিল কমিটি। সর্বশেষ গত বছর ২৮ অক্টোবর অনুষ্ঠিত কমিটির বৈঠকে যানজট ও দুর্ঘটনা রোধে মহাসড়কে মোটরসাইকেল ও নছিমন-করিমন বন্ধের সুপারিশ করে কমিটি। 

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন ও রাবেয়া আলীম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত