নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে তারা নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরাও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল মঙ্গলবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনায় এ বিষয়গুলো উঠে আসে।
বৈঠক সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে পুলিশের সঙ্গে মানুষের দূরত্ব সৃষ্টি হয়েছে। সে দূরত্ব এখনো পুরোপুরি ঘোচেনি। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করতে পুলিশ বাধ্য।
তাই নির্বাচনের আগে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কীভাবে শক্তিশালী করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার ওপর পড়ে না। রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা থেকে শুরু করে প্রার্থীদেরও নির্বাচনের পরিবেশ ভালো রাখার দায়িত্ব রয়েছে।
বিগত সময়ে দিনের ভোট রাতে হয়েছে। ওই সময় পুলিশের উপস্থিতিতে এটা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তখনো তো আপনারা উপস্থিত ছিলেন। তখন তো আপনারাও কিছু বলেননি।
জাতীয় নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে—এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা এ নিয়ে কাজ করছি। নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশন ঠিক করবে। পুরো নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও সবার কাজে গ্রহণযোগ্য হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরা বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছেন।
পুলিশের নিষ্ক্রিয়তা কেটেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ তো নিষ্ক্রিয় নয়। পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে। পুলিশের সক্ষমতা আগের থেকে অনেক বেড়েছে। আগের চেয়ে তাদের ট্রেনিং ও মনোবল অনেক ভালো হয়েছে।’
আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। কিন্তু সোমবার ঢাকার বাইরে দু-তিনটা বিশাল মিছিল হয়েছে। সে বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সোমবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। তারা ঢাকায় ও আশপাশে কিছু করতে পারেনি। তারা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে।
জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে তারা নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরাও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল মঙ্গলবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনায় এ বিষয়গুলো উঠে আসে।
বৈঠক সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে পুলিশের সঙ্গে মানুষের দূরত্ব সৃষ্টি হয়েছে। সে দূরত্ব এখনো পুরোপুরি ঘোচেনি। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করতে পুলিশ বাধ্য।
তাই নির্বাচনের আগে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কীভাবে শক্তিশালী করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার ওপর পড়ে না। রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা থেকে শুরু করে প্রার্থীদেরও নির্বাচনের পরিবেশ ভালো রাখার দায়িত্ব রয়েছে।
বিগত সময়ে দিনের ভোট রাতে হয়েছে। ওই সময় পুলিশের উপস্থিতিতে এটা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তখনো তো আপনারা উপস্থিত ছিলেন। তখন তো আপনারাও কিছু বলেননি।
জাতীয় নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে—এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা এ নিয়ে কাজ করছি। নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশন ঠিক করবে। পুরো নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও সবার কাজে গ্রহণযোগ্য হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরা বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছেন।
পুলিশের নিষ্ক্রিয়তা কেটেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ তো নিষ্ক্রিয় নয়। পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে। পুলিশের সক্ষমতা আগের থেকে অনেক বেড়েছে। আগের চেয়ে তাদের ট্রেনিং ও মনোবল অনেক ভালো হয়েছে।’
আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। কিন্তু সোমবার ঢাকার বাইরে দু-তিনটা বিশাল মিছিল হয়েছে। সে বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সোমবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। তারা ঢাকায় ও আশপাশে কিছু করতে পারেনি। তারা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে।
কাতার থেকে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
২ ঘণ্টা আগেগণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বানাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। এই বরাদ্দ কোনো দরপত্র আহ্বান না করে সরাসরি ক্রয়পদ্ধতিতে দেওয়া হয়েছে, যা পেয়েছে মের্সাস শুভ্রা টেডার্স ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
৩ ঘণ্টা আগেসভায় নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া প্রসঙ্গে আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে শিরীন পারভীন হক বলেন, ‘নারী কমিশনকে বিভিন্ন জায়গা থেকে বাদ দিয়ে রাখা হয়েছে। তার মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন একটা। আমরা তাদের অ্যাপ্রোচ করেছিলাম। তারা বলেছে, অনেক দিন হয়ে গেছে, এখন আর নতুন করে হবে না।
৩ ঘণ্টা আগেগণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তর করতে পূর্তকাজের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘরে রূপান্তরের কার্যক্রম সমাপ্ত করতে নির্মাণ বা সংস্কারকাজ সরাসরি ক্রয়পদ্ধতিতে করবে পূর্ত মন্ত্রণালয়। এতে ব্যয় হবে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাক
৪ ঘণ্টা আগে