Ajker Patrika

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফখরুলের রিভিউ আবেদনে ১০ যুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফখরুলের রিভিউ আবেদনে ১০ যুক্তি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদনে ১০টি যুক্তি তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তিনি বলেন, রিভিউ আবেদনটি আগামী রোববার আপিল বিভাগে উপস্থাপন করা হবে। 

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী মোহাম্মদ শিশির মনির, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ও তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন। 

জয়নুল আবেদীন বলেন, ৪১ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১০টি যুক্তি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—আদালতে প্রকাশ্যে ঘোষিত সংক্ষিপ্ত আদেশ সংবিধান সংশোধনের পর পূর্ণাঙ্গ রায় থেকে বাদ দেওয়া এবং তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের অবসরের ১৮ মাস পর রায় প্রকাশ করা একটি বিচার বিভাগীয় প্রতারণা। বিষয়টি নিয়ে একটি ফৌজদারি মামলাও চলমান রয়েছে। গণতন্ত্র এবং অবাধ, সুষ্ঠু নির্বাচন যমজ সন্তানের মতো। একটি ছাড়া আরেকটি অর্থহীন। সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র গ্রহণযোগ্য বাহন। এই রায়ের (তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল) মাধ্যমে সংবিধানের মৌলিক স্তম্ভ ধ্বংস করা হয়েছে। একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সংবিধান একটি জীবন্ত রাজনৈতিক দলিল। সময়ের প্রয়োজন মেটাতে না পারলে এর কার্যকারিতা থাকে না। সুপ্রিম কোর্টের দায়িত্ব সংবিধানকে প্রাসঙ্গিকভাবে ব্যাখ্যা করা, যান্ত্রিকভাবে নয়। তাই উদ্ভূত পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিতে এ রায় পুনর্বিবেচনা প্রয়োজন। তত্ত্বাবধায়ক সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে ত্রয়োদশ সংশোধনী সংশ্লিষ্ট মৌলিক মর্যাদা অর্জন করে। সুপ্রিম কোর্ট এই মৌলিক স্তম্ভ অসাংবিধানিক ঘোষণা করতে পারেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত