Ajker Patrika

তিন মোবাইল অপারেটর থেকে প্রায় ৩ কোটি টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিন মোবাইল অপারেটর থেকে প্রায় ৩ কোটি টাকা জরিমানা আদায়

অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অপরাধে দেশের বেসরকারি তিনটি মোবাইল অপারেটর থেকে ভ্যাটসহ ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মোবাইল অপারেটর তিনটি হলো—রবি আজিয়াটা লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন। 

আজ বৃহস্পতিবার জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির মিডিয়া অ্যান্ড পাবলিক উইংয়ের উপপরিচালক মো. জাকির হোসেন খাঁন। 

মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড থেকে ২ কোটি ১০ লাখ, গ্রামীণফোন লিমিটেড থেকে ৫২ লাখ ৫০ হাজার এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন থেকে ১৫ লাখ ৭৫ হাজার টাকা আদায় করা হয়েছে। গত ১২ জুলাই বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন, ১৩ জুলাই গ্রামীণফোন লিমিটেড এবং ১৪ জুলাই রবি আজিয়াটা লিমিটেড জরিমানার এসব টাকা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করে। 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৫ (৫) ধারা অনুযায়ী গত ১০ এপ্রিল কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এবং ভাইস-চেয়ারম্যান ও কমিশনারদের উপস্থিতিতে অনুষ্ঠিত শুনানির সিদ্ধান্ত মোতাবেক আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য সংশ্লিষ্ট অপারেটরসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত