Ajker Patrika

শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত
শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলার আসামি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ভাগনি টিউলিপ সিদ্দিককে দেশে আনার কার্যক্রম শুরু করেছে দুদক।

আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দেশে ফেরানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কমিশনার (অনুসন্ধান) বলেন, ‘আমরা কাজ শুরু করেছি। তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে।’

যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাফিজ আহসান ফরিদ বলেন, ‘আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি। যেটাকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) বলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি অ্যাম্বাসিতে যাবে। সেখান থেকে বাংলাদেশের অ্যাম্বাসিতে যাবে। সেই কাজ আমরা শুরু করেছি। তাঁদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে।’

টিউলিপ সিদ্দিককে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তাঁকে দেশে কীভাবে ফিরিয়ে আনা যায়, এর জন্য আইনি প্রক্রিয়া সম্পর্কে আমি বলতে পারছি না। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে। তাঁকে যেসব চিঠিপত্র দেওয়া হয়েছে—তা তাঁর বাংলাদেশি ঠিকানায় দেওয়া হয়েছে। তাঁকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছি না। মামলা যখন হয়ে গেল, তিনি বিদেশে অবস্থান করছেন। তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।’

শেখ হাসিনাকে ফেরত আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, ‘রেড নোটিশ নিয়ে আমার কোনো ধারণা নেই। এটি এখনো কমিশনে আলোচিত হয়নি।’

এটি কবে আলোচিত হবে জানতে চাইলে তিনি বলেন, ‘পরবর্তী কমিশন সভায়। এ সপ্তাহে যদি না হয়, আগামী সপ্তাহে হবে।’

শেখ হাসিনাকে ফেরত আনতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে দুদক কমিশনার বলেন, ‘এর মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে (ভারতকে) জানানো হয়েছে, তাঁকে (শেখ হাসিনা) ফেরত পাঠানোর জন্য। বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সঙ্গে আমাদের চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলে আমরা তাদের কাছ থেকে সাহায্য পাব।’

ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজউকের আবাসন প্রকল্পে ১০ কাঠা করে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে করা ৬টি মামলায় অভিযোগপত্র দিয়েছে দুদক।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত