Ajker Patrika

একুশে ফেব্রুয়ারিতে যে পথে শহীদদের শ্রদ্ধা নিবেদন, জানাল ডিএমপি

অনলাইন ডেস্ক
একুশে ফেব্রুয়ারিতে সর্বসাধারণকে একটি নির্ধারিত রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি। ছবি: ডিএমপি
একুশে ফেব্রুয়ারিতে সর্বসাধারণকে একটি নির্ধারিত রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি। ছবি: ডিএমপি

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণকে একটি নির্ধারিত রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণকে নিম্নবর্ণিত রুট ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হলো। পলাশী ক্রসিং-ভাস্কর্য ক্রসিং-জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং-দোয়েল চত্বর হয়ে প্রস্থান।

বিবৃতিতে আরও বলা হয়, শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখাঁরপুল ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশীবাজার ক্রসিংয়ে ডাইভারশন থাকবে। শ্রদ্ধা নিবেদনের রুট ও ডাইভারশন পয়েন্টসমূহ স্ক্রল আকারে প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত