Ajker Patrika

সুবর্ণজয়ন্তীতে পাকিস্তান ক্রিকেট দলকে দেশে আনায় সংসদে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুবর্ণজয়ন্তীতে পাকিস্তান ক্রিকেট দলকে দেশে আনায় সংসদে ক্ষোভ

দেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হচ্ছে। এই সময় পাকিস্তান ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে আনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সরকার দলীয় সংসদ সদস্য মোতাহের হোসেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে লালমনিরহাটের এই সংসদ সদস্য বলেন, আমাদের মধ্য কিছু বেহুদা লোক আছে। আমি তাদের বেহুদাই বলব। স্বাধীনতার ৫০ বছর পালন হচ্ছে আর পাকিস্তান দলকে এনেছে এখানে ক্রিকেট খেলাতে। এগুলো দেখতে হবে।

টি-টোয়েন্টি সিরিজ শেষে টেস্ট ম্যাচের জন্য বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। 

বুধবার সংসদে সাধারণ আলোচনার জন্য প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সংসদে স্মারক বক্তৃতা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুই দিন আলোচনা শেষে প্রস্তাবটি বৃহস্পতিবার গ্রহণ করা হবে।

আজ বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পঞ্চদশ অধিবেশনের বৈঠক শুরু হয়। দিনের কার্যসূচিতে সাধারণ প্রস্তাবের আলোচনাই হবে বলে নির্ধারণ করা হয়েছে।

দুপুরে প্রথম দফা সংসদের বৈঠকের পর বিকেলে দ্বিতীয় দফায় বসে মুলতবি বৈঠক।

মোতাহার প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, 'যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের যে দেশে পছন্দ সেখানে পাঠিয়ে দিন।

করোনাভাইরাস মহামারির মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে না পারার দুঃখ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, করোনা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সেপারেশন এনে দিয়েছে। দেখা না হোক, ফোনে কথাতো বলতে পারি। সংসদ সদস্য, জেলার সভাপতি সাধারণ-সম্পাদকদের সঙ্গে কথা বলতে পারেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত